www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

বিজ্ঞান ও প্রযুক্তি

হেলিও এক্স সিক্সটিতে নচ ডিসপ্লে, তারহীন চার্জ

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিবেদক : নচ ডিসপ্লে এবং তারবিহীন চার্জিং পদ্ধতি সম্বলিত নতুন ফোন আনলো এডিসন গ্রুপ। মডেল হেলিও এস সিক্সটি। এই ফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ফেসিয়াল রিকগনিশন ফিচার রয়েছে। এতসব ফিচার সম্বলিত এই ফোনের দাম ২৫ হাজার ৯৯০ টাকা।

আজ রাজধানীর একটি কনভেনশন সেন্টারে ফোনটি বাজারে বিক্রির ঘোষণা দেন এডিসন গ্রুপের চেয়ারম্যান আরিনুর রশীদ। এসময় গ্রুপের সিনিয়র ডিরেক্টর মাকসুদুর রহমান উপস্থিত ছিলেন।

৬.২ ইঞ্চির আইপিএস নচ ডিসপ্লের এই ফোনের অ্যাসপেক্ট রেশিও ১৯:৯। ফোনটিতে রয়েছে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম। অক্টাকোর প্রসেসর সম্বলিত এই ফোনের মেমোরি ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়ার সুযোগ আছে।

ছবির জন্য আছে ১৬ ও ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। সেলফি ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের। এই ফোনের ক্যামেরায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে।

ব্যাকআপের জন্য আছে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। ফোনটির ব্যাটারি চার্জ দেয়ার জন্য রয়েছে তারবিহীন চার্জিং ডক।

error: Content is protected !!