www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকবিজ্ঞান ও প্রযুক্তি

এইচপির নতুন কনভার্টেবল ল্যাপটপ

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক : নতুন একটি টু ইন ওয়ান ল্যাপটপ এনেছে এইচপি। মডেল এইচপি স্পেকট্রি এক্স৩৬০। ১৩ ইঞ্চি ডিসপ্লের এই ল্যাপটপটি কনভার্টেবল। অর্থাৎ এটি ভাঁজ করে ট্যাবের মতই ব্যবহার করা যাবে।

ল্যাপটপটি আকর্ষণীয় ডিজাইনে তৈরি। এটি ওজনেও হালকা। এতে রয়েছে সুদৃশ্য কিবোর্ড এবং ট্রাকপ্যাড। শার্প এইচডি ডিসপ্লের এই ল্যাপটপটিতে দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।

নিরাপত্তার জন্য ল্যাপটপটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

ল্যাপটপটির ১৩.৩ ইঞ্চির ডিসপ্লেতে মিলবে ১৯২০x১০৮০ পিক্সেল রেজুলেশন। এতে রয়েছে ১.৮ গিগাহার্জের ইনটেল কোর আই সেভেন-৮৫৫০ ইউ মডেলের প্রসেসর।

ডিভাইসটিতে ৮ জিবি র‌্যাম ব্যবহার করা হয়েছে। এছাড়াও রয়েছে ১২৮ এমবি ডেডিকেটেড ইনটেল ইউএইচডি গ্রাফিক্স ৬২০ মডেলের গ্রাফিক্স কার্ড। এতে স্টোরেজের জন্য ২৫৬ জিবি এসএসডি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমেও এর মেমোরি বাড়ানোর সুযোগ রয়েছে।

নেটওয়াকিং এবং কানেকটিভিটির জন্য রয়েছে টু এক্স ইউএসবি সি পোর্ট, টাইপ এ পোর্ট, এ এক্স কমবো অডিও, ব্লুটু, ওয়াইফাই

এইচপির নতুন ল্যাপটপটিতে ৬৪ বিটের উইন্ডোজ ১০ হোম অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।

ল্যাপটপটির মূল্য ১১৩৮ ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!