www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিক

ভারতের প্রধান বিচারপতির নিজে গিয়ে কাশ্মীরের পরিস্থিতি দেখার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক:কাশ্মীর ইস্যুতে তৈরি হওয়া সংকট সমাধানে প্রয়োজনে নিজে কাশ্মীর গিয়ে পরিস্থিতি দেখবেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। সোমবার (১৬ সেপ্টেম্বর) কাশ্মীর হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে এ বিষয়ে কথা বলবেন বলেও জানান দেশের প্রধান বিচারপতি। কাশ্মীরকে অবিলম্বে স্বাভাবিক করারও নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত।
কাশ্মীরের পরিস্থিতি ‘অন্যতম গুরুত্বপূর্ণ’ আখ্যা দিয়ে প্রধান বিচারপতি গগৈ বলেন, ‘পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে চাই। প্রয়োজনে আমি নিজে যাবো কাশ্মীরে। এ বিষয়ে জম্মু-কাশ্মীর হাইকোর্টের বিচারপতির সঙ্গে কথা বলব।’
রাজ্যসভার সাংসদ ফারুক আবদুল্লার মুক্তির দাবিতে যে পিটিশন দাখিল করেছেন, এ দিন তার শুনানি হয় প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এসএ বোবদে ও এসএ নাজিরের বেঞ্চে।

error: Content is protected !!