www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকনগর জীবন

বেনাপোলে মাদকসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

শার্শা (যশোর) প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানা সীমান্তে বিজিবি কর্তৃক পৃখক অভিযানে ফেনসিডিলসহ বিভিন্ন প্রকার কসমেটিক্স, মাছের রেণু ও ১টি মিনি পিকআপ গাড়ী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

২১ বর্ডার গার্ড বিজিবি জানায়, পুটখালী বিওপি’র টহল দল গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ১১ টার সময় পুটখালী উত্তরপাড়া ইটের সোলিং রাস্তার উপর হতে ৫৮ বোতল ফেনসিডিল জব্দ করে। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

অপর দিকে ২১ ব্যাটালিয়ন বিজিবি সদস্যরা সোমবার (১৩ মে) রাত সাড়ে ১২ টার সময় পুটখালী কৃষ্ণপুর জনৈক আরব আলীর বাড়ির সামনে কাচা রাস্তার উপর থেকে ভারতীয় ২০ বস্তা মাছের রেনু ও ১টি মিনি পিকআপ গাড়ী আটক করে। ও গভীর রাতে পুটখালী ঈদগাহ পাকা রাস্তা নামক স্থানে অভিযান চালিয়ে ১টি ভারতীয় গরু আটক করে।

রাতের সর্বশেষ অভিযানে দৌলতপুর বিওপি’র একটি টহল দল ভোরে গাতীপাড়া স্কুল মাঠ হতে ১২৪ কেজি ভারতীয় চা পাতা, ৬০ কেজি লোহা কুচি, ৩৮০ বোতল দুলহান কেশ কালারসহ ৬৮ পিচ পন্ডস ফেসওয়াশ জব্দ করে বিজিবি সদস্যরা। তবে এ সময় কোন চোলাচালানীকে আটক করতে পারেনি তারা।
আটককৃত মালামালের বর্তমান মূল্য ১৫ লাখ ১৬ হাজার ৮শ টাকা বলে সূত্রে জানা যায়।

২১ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান, আটককৃত মালামাল বেনাপোল কাস্টমস হাউজে জমা দেওয়া হবে।

error: Content is protected !!