www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকখেলাধুলা

চিকিৎসার জন্য দেশ ছাড়লেন তামিম

ক্রীড়া প্রতিবেদক : গেল আসরের ন্যায় এবারও এশীয় শ্রেষ্ঠাত্বের আসরে ফাইনালে উঠল বাংলাদেশ। প্রতিপক্ষ সেই ভারত। যাদের কাছে ২০১৬ সালে হেরে শিরোপার স্বপ্ন শেষ হয় বাংলাদেশের। ২৮ সেপ্টম্বর দেশ যখন শিরোপা যুদ্ধে মাঠে নামবে তামিম তখন চিকিৎসার জন্য থাকবেন লন্ডনে।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দলে সঙ্গে থাকতে না পারার কষ্ট নিয়েই লন্ডনের উদ্দেশ্যে বৃহস্পতিবার দেশ ছাড়তে হলো দেশ ওপেনার তামিম ইকবালকে।

আজ সকাল ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজে লন্ডনে রওনা হলেন তামিম ইকবাল। ঢাকা থেকে প্রথমে দোহা তারপর দোহা থেকে লন্ডন। শুক্রবার সময় দুপুর ১২টায় সাউথহ্যাম্পটনে একটি ক্লিনিকে ডাক্তার দেখাবেন তিনি।

এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ জয়ের দুদিন পরই দেশে ফিরে এসেছেন তামিম। দেশে ফিরে পুর্নবাসন প্রক্রিয়ায় থাকলেও অস্ত্রোপচার করানো লাগবে কি না, তা জানতেই ইংল্যান্ডে গেলেন দেশ সেরা এই ওপেনার।

ইনজুরির কারণে আগামী মাসে দেশের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজও খেলা নিয়ে শঙ্কা রয়েছে তামিমের। যদি অস্ত্রোপচার করা লাগে তাহলে কমপক্ষে দুইমাস মাঠের বাইরে থাকতে হবে তাকে।

error: Content is protected !!