www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকজাতীয়

গণমাধ্যমে কর্মী যখন তখন ছাঁটাই চলবে না…তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ‘গণমাধ্যমকর্মী আইন’ চূড়ান্তের কাজ চলছে জানিয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, আইনটি বাস্তবায়িত হলে গণমাধ্যমকর্মীদের স্বার্থ সংরক্ষিত হবে। এ আইন পাস হলে নীতিমালাও গঠন করা হবে। আইন পাসের পর যখন-তখন কর্মী ছাঁটাই চলবে না। ছাঁটাই করলেও তাদের সবধরনের পাওনা বুঝিয়ে দিতে হবে।
বুধবার দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার নেতাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী এসব বলেন।তিনি বলেন, গণমাধ্যমকর্মী আইন’ চূড়ান্ত করতে আন্তঃমন্ত্রণালয়ের আরো কয়েকটি বৈঠকের প্রয়োজন। দ্রুত আইনটিকে পাসের জন্য সংসদে নিয়ে যাওয়া সম্ভব হবে।
তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে ৩৩টি চ্যানেল অনএয়ারে আছে। আরও চ্যানেল আসছে। এখানে কয়েকহাজার গণমাধ্যমকর্মী কাজ করছে। বর্তমানে চালু চ্যানেলগুলো প্রদর্শনে আগে সিরিয়াল মানা হতো না। সিরিয়াল পেতে ক্যাবল অপারেটরদের কাছে ধর্ণা দিতে হতো। এখন সে অবস্থা নেই। সিরিয়াল মানা বিষয়ে যেখানে ত্রুটি আছে, তা সমাধানে মোবাইলকোর্ট পরিচালিত হবে। তবে কোনো ঘোষণা দিয়ে নয়, ঘোষণা ছাড়াই এ কোর্ট পরিচালনা করা হবে।

error: Content is protected !!