www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

Uncategorized

ইরান চুক্তি বাঁচিয়ে রাখার চেষ্টায় চীন-রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা চুক্তি বাঁচিয়ে রাখতে চীন ও রাশিয়া সাধ্যমত সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছে।

চীন সফরে যাওয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাক্ষাতের পর একটি যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়।

সম্প্রতি চতুর্থবারের মত রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ভ্লাদিমির পুতিন। এর পরই প্রথমবারের মত চীন সফরে যান তিনি। এই সফরের মাধ্যমে চীন-রাশিয়ার গাঢ় বন্ধুত্বের ফের বার্তা দিলেন ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং।

শুক্রবার বৈঠকের পর সাংবাদিকদের সামনে আসেন এই দু্ই নেতা। শি জিনপিংয়ের সঙ্গে সম্পর্ক বিষয়ে পুতিন বলেন, ‘শি বরাবরই বন্ধু। উনি একমাত্র রাষ্ট্রনেতা, যিনি আমাকে নিয়ে নিজের জন্মদিন পালন করেছেন। সঙ্গে সসেজ ছিল, আর ভদকাও।’

দুই প্রেসিডেন্টের সাক্ষাতের পর একটি যৌথ বিবৃতিতে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা চুক্তি বাঁচিয়ে রাখতে তারা তাদের সাধ্যমত চেষ্টা করবেন বলে জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ‘পরমাণু সমঝোতা বহাল রাখতে বেইজিং ও মস্কো তাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।’

গত মাসে ইরানের পরমাণু সমঝোতা চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে দাঁড়ানোর পর প্রথমবারের মত একসঙ্গে বিবৃতি দিলো চীন ও রাশিয়া।

যৌথ বিবৃতিতে চীন ও রাশিয়ার মধ্যে সহযোগিতা শক্তিশালী করারও আশা ব্যক্ত করা হয়েছে। সেইসঙ্গে সিরিয়ার অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করে দেশটির পুনর্গঠনের ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

যৌথ বিবৃতিতে কোরীয় উপদ্বীপের উত্তেজনা প্রশমনে দুই কোরিয়ার মধ্যে যে শান্তি প্রক্রিয়া চলছে সে ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। এই সপ্তাহের শেষে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে বসবেন দুই প্রেসিডেন্ট।

দুই দেশের সম্পর্কের বিষয়ে রাশিয়ার কূটনীতিক আলেকজান্দার গাবুয়েভ বলেন, ‘এই দুই বন্ধু নিজের নিজের দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে চান। ঘটনাচক্রে দু’জনেই আমেরিকার আগ্রাসী কর্তৃত্বের বিরোধী।’

জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির গ্লোবাল ইনফরমেশন স্টাডিজের ডিরেক্টর মারিয়া রেপনিকোভার বলেন, ‘আন্তর্জাতিক আঙিনায় রাশিয়াকে আরও প্রাসঙ্গিক করে তোলার পিছনে চীনের একটা বড় ভূমিকা আছে। একইভাবে, চীনকে সামনে রেখেই রাশিয়া আমেরিকাকে বোঝাতে চাইছে যে, আন্তর্জাতিক দরকষাকষির ক্ষেত্রে তাদের হাতে বিকল্প এসে গিয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!