www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

Uncategorized

স্যামসাংয়ের ফোন এবার আসছে ১০ জিবি র‌্যাম নিয়ে

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক : হাই এন্ড সিরিজের ফোন আনছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। ফোনটির মডেল স্যামসাং গ্যালাক্সি এস৯। এই ফোনটি ১০ জিবি র‌্যামে বাজারে আসবে।
আগামী বছর নাগাদ ফোনটি বাজারে পাওয়া যাবে। এটি বাজারে আসলে এটিই হবে স্যামসাংয়ের প্রথম ফোন যেটিতে ১০ জিবি র‌্যাম থাকবে।
স্যামসাংয়ের ফ্লাগশিপ এই ফোনটিতে ৫.৭ ইঞ্চির সুপারঅ্যামোলিড ফুল এইচডি ডিসপ্লে থাকবে। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন থাকবে। ফোনটির ডিসপ্লের রেজুলেশন ২১৬০x৩৮৪০ পিক্সেল।
অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে স্যামসাংয়ের নিজস্ব প্রসেসর এক্সিনোস প্রসেসর ব্যবহার করা হবে।
ফোনটি তিনটি র‌্যাম ভার্সনে পাওয়া যাবে। এগুলো হলো ৬ জিবি, ৮ জিবি ও ১০ জিবি। ফোনটি ৬৪ এবং ১২৮ জিবি বিল্টইন মেমোরি ভার্সনে পাওয়া যাবে।
ছবির জন্য ফোনটিতে ১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এর ব্যাটারি হবে ৪২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!