www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

খেলাধুলাশীর্ষ সংবাদ

ইবাদতের ইয়র্কারে ‘হতভম্ব’ ওয়াটসন

ক্রীড়া প্রতিবেদক :ইবাদত হোসেন এত জোরে বল করবেন, তা হয়তো ভাবেননি শেন ওয়াটসন। নয়তো সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার উইকেট হারানোর পর ওভাবে তাকিয়ে থাকবেন কেন!মিরপুরে আজ সিলেট থান্ডার আগে ব্যাটিং করে রংপুরকে ১৩৪ রানের লক্ষ্য দেয়। জবাবে রংপুরের হয়ে ইনিংস ওপেন করতে নামেন অধিনায়ক শেন ওয়াটসন ও নাঈম শেখ। রংপুরের ব্যাটিংয়ের শুরুটা ছিল নড়বড়ে। প্রথম ওভারে ১ রান করেন নাঈম। ওয়াটসনের ব্যাট থেকেও আসে ১ রান।দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন ইবাদত। ব্যাটিংয়ে ছিলেন ওয়াটসন। ডানহাতি পেসারের প্রথম ৪ বলে কোনো রান নিতে পারেননি ওয়াটসন। শর্ট আর লেংথ বলে ওয়াটসনকে টানা বোলিং করে যান ইবাদত। কিন্তু পঞ্চম বলে সবাইকে চমকে দেন। চমকে যান ওয়াটসনও।একেবারে ডেডলি ইয়র্কার। ওয়াটসন বলের লাইন মিস করে বোল্ড। স্টাম্প ছিটকে গিয়ে পড়ে দুই-তিন হাত দূরে। সবার চোখ তখন টিভির পর্দায়। কত গতি ছিল বলের? টিভির স্ক্রিনে ভেসে ওঠে, ১৪২ কিলোমিটার গতিতে ইয়র্কারটি ছুড়েছিলেন সিলেটের পেসার।প্রথম ম্যাচে দ্যুতি ছড়াতে না পারা ওয়াটসন দ্বিতীয় ম্যাচেও থাকলেন নিষ্প্রভ। ইবাদতের ইয়র্কারে হতভম্ব হয়ে সাজঘরে ফিরতে হয় অসি সুপারস্টারকে। তাকে ফিরিয়ে ইবাদতের সেই ট্রেডমার্ক স্যালুট। এমন স্যালুট ও উদযাপন বিস্ময়কর বলের পরই মানায়।

error: Content is protected !!