www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

জাতীয়শীর্ষ সংবাদ

নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত বিল-২০২২ পাস

নিজস্ব প্রতিবেদক:  প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত বিল-২০২২ পাস হয়েছে। সার্চ কমিটি গঠনের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার (ইসি) এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের বিধান রেখে এ আইন পাস হয়।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) জাতীয় সংসদে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক আইনটি পাসের জন্য প্রস্তাব করলে তা কন্ঠ ভোটে পাস হয়। এ সময় স্পিকার ড. শিরীন শাামিন চৌধুরী সভাপতিত্ব করেন।

এর আগে, এই বিলের ওপর বিরোধী দলের সদস্যদের দেওয়া জনমত যাচাই-বাছাই ও সংশোধনী প্রস্তাবগুলো নিস্পত্তি করা হয়।

এর আগে, গত ২৩ জানুয়ারি আইনমন্ত্রী বিলটি উপস্থাপন করলে তা আইন, বিচার ও সংসদ সম্পর্কিত সংসদীয় স্থায়ী ককিটিতে পাঠানা হয় সাত দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য।

বিলটি বৃহস্পতিবার পাসের জন্য উপস্থাপন করা হলে এর পক্ষে বিপক্ষে বিস্তারিত আলোচনা ও বিতর্ক হয়। এ সময় আইনমন্ত্রী কয়েকটি সংশোধনী প্রস্তাব গ্রহণ করেন। এরপর এটি পাস হয়।

error: Content is protected !!