www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিক

২৩ অর্থনৈতিক অঞ্চলের কাজ চলছে

নিজস্ব প্রতিবেদক : শিল্প-বাণিজ্য বাড়াতে আগামী ২০৩০ সালের মধ্যে দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল করা হবে এবং ইতোমধ্যে ২৩টি অর্থনৈতিক অঞ্চলের কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ইকোনোমিক জোন অথরিটির ডেপুটি সেক্রেটারি মো. দাউদ মিয়া। শনিবার সুপ্রিম কোর্টের আরবিটেশন সেন্টারে ‘ইনভায়রনমেন্ট এওয়ারনেস থ্রো মেডিয়েশন অ্যান্ড গর্ভমেন্ট ফাংশনারিজ’ শীর্ষক কর্মশালায় তিনি এ তথ্য জানান তিনি। বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি এ অনুষ্ঠানের আয়োজন করে। দাউদ মিয়া বলেন, ইতিমধ্যে ২৩ অর্থনৈতিক অঞ্চলের কাজ শুরু হয়েছে। এসব অর্থনৈতিক অঞ্চলে শিল্প কারখানা স্থাপনে পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা হবে। তিনি জানান, চট্রগ্রামের মিরসরাইয়ে ৩০ হাজার একর জমি নিয়ে অর্থনৈতিক অঞ্চল তৈরির কাজ শুরু হয়েছে। যাতে পরিবেশ রক্ষায় সবুজায়ন ও জলাধারের ব্যবস্থা রাখা হয়েছে। সবুজায়ন ঠিক রেখে শিল্প কারখানা স্থাপন করতে হবে উল্লেখ করে তিনি বলেন, জাপান, ভিয়েতনাম, মিয়ানমারে যেমন নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠেছে তেমনি পরিবেশের বিপর্যয় থেকে রক্ষা পেতে পাশেই সবুজায়ন, বনায়ন গড়ে তুলেছে। আমাদের দেশেও পরিকল্পনা নিয়ে শিল্প কারখানা গড়ে তুলতে হবে। বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির সভাপতি বিচারপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পরিকল্পনা মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি মোল্লা মিজানুর রহমান, অ্যাডভোকেট আফসানা বেগম, তন্ময় রহমান শান্তা, ড. সাদিকুর রহমান, অ্যাডভোকেট আনিছুর রহমান খান প্রমুখ। সংগঠনের সেক্রেটারি অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামী অনুষ্ঠানটি পরিচালনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!