www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

বিজ্ঞান ও প্রযুক্তি

হোন্ডা আনলো নতুন স্কুটার

ভারতের বাজারে নতুন স্কুটার আনলো হোন্ডা। মডেল গ্রাজিয়া। এটি হোন্ডা অ্যাকটিভার সফলতার ধারাবাহিকতায় গ্রাজিয়া বাজারে ছাড়লো হোন্ডা। ভারতের বাজারে স্কুটারটির দাম ৫৭ হাজার ৮৯৭ রুপি।

হোন্ডা তাদের নতুন এই স্কুটারটিকে বলছে অ্যাডভান্সড আরবান স্কুটার। এটি হোন্ডার ফ্লাগশিপ স্কুটার। এর আগে হোন্ডা বাজারে ছেড়েছিল অ্যাকটিভা ১২৫। এটি ছিল তাদের সর্বাধিক বিক্রিত স্কুটার।

হোন্ডার নতুন স্কুটার গ্রাজিয়া অ্যাকটিভা মডেলটিকে ভিত্তি করেই তৈরি করা হয়েছে। তবে এর ডিজাইনে পরিবর্তন এসেছে। বিশেষ করে তরুণদেরকে আকৃষ্ট করতে এর লুকে বৈচিত্র্য আনা হয়েছে।

স্কুটারটিতে আছে ১২৪.৯ সিসির ফ্যান কুলড ফোর স্টোক ইঞ্জিন। এর সর্বোচ্চ ক্ষমতা ৮.৫২ বিএইচপি। টর্ক ১০.৫৪ এনএম।

বাইকটিতে সিভিটি অ্যাটোমেটিক গিয়ারবক্স রয়েছে। এটি ঘণ্টায় সর্বোচ্চ ৮৫ কিলোমিটার গতি তুলতে পারে।

এর চাকায় ব্ল্যাক অ্যালয় হুইল ব্যবহার করা হয়েছে। ফ্রন্টে আছে ১২ ইঞ্চির চাকা। পেছনে ১০ ইঞ্চির চাকা। উভয় চাকায় টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে।

সামনের চাকায় অপশনাল ডিস্ক ব্রেক রয়েছে। এতে কম্বি ব্রেক সিস্টেম (সিবিএস) ব্যবহার করা হয়েছে।

স্কুটারটিতে এলইডি হেডল্যাম্প রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!