www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকসাহিত্য

শেষ হচ্ছে অমর একুশে বইমেলা

নিজস্ব প্রতিবেদক :মাসব্যাপী চলা অমর একুশে বইমেলা শেষ হচ্ছে আজ। অন্য বছরের মতো এবারও বইমেলায় ছিলো উপচে পড়া ভিড়। এবার মেলায় প্রকাশিত হয়েছে রেকর্ড সংখ্যক বই।
এবারের বইমেলায় ৫২৩টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। সেই সঙ্গে ১৮০টি লিটলম্যাগকে স্টল বরাদ্দ দেয়া হয়েছে। এবার বাংলা একাডেমি প্রাঙ্গণে ১০৪টি প্রতিষ্ঠানকে ১৫০টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩৯৫টি প্রতিষ্ঠানকে ৬২০টি ইউনিটসহ মোট ৪৯৯টি প্রতিষ্ঠানকে ৭৭০টি ইউনিট বরাদ্দ দেয়া হয়।
বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী জানান, ‘মেলার ২৬তম দিন পর্যন্ত ভালো চলছিল। কিন্তু প্রকৃতির কাছে সবাই তো অসহায়। বৃষ্টির কারণে শেষবেলার আয়োজনে খানিক বিঘ্ন সৃষ্টি হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। তবুও মেলার সার্বিক দিক নিয়ে আমরা সন্তুষ্ট।’
প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্রন্থমেলা উন্মুক্ত থাকে। ছুটির দিনে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলে। আর ২১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চালু ছিল।

error: Content is protected !!