www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

প্রবাসের খবরশীর্ষ সংবাদ

যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে ১১ বাংলাদেশির মৃত্যু

কুমিল্লাবিডি ডেস্ক:ছবি-সংগৃহীত
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে একদিনেই ১১ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে নিউইয়র্কেই মারা গেছে ১০ জন। এ নিয়ে দেশটিতে করোনায় ১২২ জন বাংলাদেশি মারা গেলেন। এছাড়া দেশটিতে কমপক্ষে আরো তিন শতাধিক প্রবাসী বাংলাদেশি করোনাভারাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের বেশিরভাগই নিউইয়র্কের বাসিন্দা।
জানা গেছে, শনিবার নিউইয়র্ক শহরেই করোনাভাইরাসে দুই নারীসহ সাত বাংলাদেশির মৃত্যু হয়। এ ছাড়া নিউইয়র্কের আপস্টেট বাফেলো সিটিতে মারা গেছেন আরো দুজন।
অপরদিকে, নিউইয়র্ক সিটির পাশের শহর লং আইল্যান্ডের এক বাসিন্দাও মারা গেছেন। একইদিন নিউইয়র্কের বাইরে মেরিল্যান্ডে প্রথম করোনায় মারা যান এক বাংলাদেশি চিকিৎসক।
এদিকে, নিউইয়র্কে বাংলাদেশিদের নতুন বসতি আপস্টেটের বাফেলো সিটিতে করোনা আক্রান্ত দুজন চিকিৎসাধীন রয়েছেন।
মহামারি করোনাভাইরোসে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা এখন ৫ লাখ ৫৭ হাজার ২১৭। আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা স্পেনে এই সংখ্যাটা ১ লাখ ৬৬ হাজারের বেশি। এছাড়া যুক্তরাষ্ট্রে ২১ হাজার ৯৫২ জন প্রাণ হারিয়েছেন।

error: Content is protected !!