www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

জাতীয়শীর্ষ সংবাদ

বিশ্ববিদ্যালয় পড়ুয়ারাও এক সময় ইউপি নির্বাচনে অংশ নেবে

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, জনপ্রতিনিধি হওয়ার জন্য পৃথিবীর কোথাও শিক্ষাগত যোগ্যতা মূখ্য নয়। জনবান্ধব এবং মেধাবী হয়ে, উচ্চশিক্ষিত না হলেও অনেকেই ভালো করছেন।
তিনি বলেন, শিক্ষিত হলে অবশ্যই ভালো হবে, আমরা আশা করছি বিশ্ববিদ্যালয় পড়ুয়ারাও এক সময় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নেবে।
শনিবার সকালে কুমিল্লা ক্লাব অডিটরিয়ামে ‘স্টার্ট আপ কুমিল্লা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইসিটি ডিভিশনের উদ্যোগে কুমিল্লা ক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত স্টাট আপ কুমিল্লার গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দীন বাহার, আইসিটি ডিভিশনের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবীর চৌধুরী, আইসিটি বিভাগের আইডিয়া প্রজেক্টের প্রকল্প পরিচালক সৈয়দ মজিবুল হক। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো আবুল ফজল মীর।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত কুমিল্লার ৮০ জন শিক্ষার্থী নতুন স্টার্ট আপে উদ্যোক্তা হিসেবে অংশ নেন।

error: Content is protected !!