www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

জাতীয়শীর্ষ সংবাদ

বিদেশগামীদের করোনা টেস্টের ফি ৩০০ টাকা করার সিদ্ধান্ত

বিদেশগামী যাত্রীদের করোনা টেস্টের ফি দেড় হাজার টাকার পরিবর্তে ৩০০ টাকায় নামিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান। এ সময় করোনাকালে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে উল্লেখ করেন তিনি।
বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় চট্টগ্রাম বিভাগের প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
মো. আবদুল মান্নান বলেন, গতকাল একটি সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিদেশগামী যাত্রীদের করোনা টেস্টের ফি ১ হাজার ৫০০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা করা হয়েছে।
তিনি বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে একটি কার্ড বা স্টিকার দিতে বলা হয়েছে। যাতে বিদেশগামী যাত্রীদের সহজে চিহ্নিত করা যায়। যাত্রীরা যদি মনে করে, সে বাসা থেকে টেস্ট করবে সেই সুযোগও রাখা হয়েছে।

error: Content is protected !!