www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকদেশজুড়ে

বাহরাইনে তাপদাহে হিট স্ট্রোকে চৌদ্দগ্রামের যুবকের মৃত্যু

শরীফ আহমেদ মজুমদার,কুমিল্লা।
বাহরাইনে বৃহস্পতিবার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল সাড়ে এগারটায় তাপদাহে হিট স্ট্রোকে রবিউল আলম রবি নামের এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে।

সে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের যাত্রাপুর গ্রামে। সে ঐ গ্রামের আতর ইসলামের পুত্র। দুই ভাই এক বোনের মধ্যে রবিউল ছিলেন সবার বড়। নিহত রবিউল ব্যক্তি জীবনে ১ পুত্র সন্তানের জনক।

জানা যায়, নিহত রবিউল দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে প্রবাসে রয়েছেন। পরিবারের সুখের জন্য এবং জীবিকার সন্ধানে বিদেশে পাড়ি জমিয়ে ছিলেন তিনি। গত বছর ঈদুল আযহার পূর্বে সে ছুটিতে দেশে এসে ২-৩ মাস থেকে আবারো প্রবাসে ফেরত যায়।

বৃহস্পতিবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে অতিরিক্ত গরমে রাস্তার মধ্যে দুলে পড়ে যায়। এসময় পাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষনা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত রবিউলের লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে এবং তার আকষ্মিক এই মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। রবিউলের মা-বাবা, স্ত্রী, সন্তানসহ পরিবারের লোকজনের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।

error: Content is protected !!