www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকশিক্ষা

বাংলা ও ইংরেজি নতুন শব্দ শেখানোর নির্দেশ প্রাথমিকে প্রতিদিন

সচিবালয় প্রতিবেদক : দেশের সকল প্রাথমিক স্কুলে প্রতিদিন একটি বাংলা ও একটি ইংরেজি নতুন শব্দ শেখানোর নির্দেশনা জোরদারের তাগিদ দেয়া হয়েছে।এজন্য প্রাথমিক বিদ্যালয়ে ‘ওয়ান ডে ওয়ান ওয়ার্ড’ কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি ও মূল‌্যায়ন ছক প্রেরণ নিয়ে নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।বৃহস্পতিবার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার এ সংক্রান্ত নির্দেশনায় স্বাক্ষর করেন উপসচিব সত্যকাম সেন।এতে বলা হয়েছে, জানানো যাচ্ছে যে, মানসম্মত প্রাথমিক শিক্ষা প্রদানে সারাদেশের শিশুদের রিডিং, রাইটিং, স্পিকিং ও লিসনিং-এ দক্ষতা বৃদ্ধির জন্য প্রতিদিন একটি করে বাংলা ও ইংরেজি নতুন শব্দ শেখানোর বিষয়টি নিশ্চিতকরণের জন্য ওয়ান ডে ওয়ান ওয়ার্ড কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উক্ত কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি মূল্যায়নের জন্য ৩টি ছক প্রস্তুত করা হয়েছে।এমতাবস্থায়, ওয়ান ডে ওয়ান ওয়ার্ড কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি মূল্যায়নের জন্য সংযুক্ত ৩টি ছক ব্যবহার করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

error: Content is protected !!