www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকজাতীয়

পুনর্বিবেচনার রায় সরকারের পক্ষে আসবে: সংসদে আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বহুল আলোচিত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় রিভিউয়ের আবেদনে সরকার পক্ষে আসবে বলে আশা প্রকাশ করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।সোমবার দশম জাতীয় সংসদের ১৭তম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য ফখরুল ইমাম ষোড়শ সংশোধনীর রায় নিয়ে আইনমন্ত্রীর সংসদে দেওয়া আগের বক্তব্য স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘পার্লামেন্ট ডিসফাংশনাল, যেখানে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। হাইকোর্টে যেদিন রায় হয়েছিল, সেদিন আপনি বলেছিলেন, ‘কিছুতেই এটা হতে পারে না। আমরা সুপ্রিম কোর্টে অবশ্যই জিতব।’ এ বিষয়ে শেষের অবস্থান কী জানতে চাই। জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘রায় দেওয়ার মালিক হলেন আপিল বিভাগ। তারা সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু আইনি পদক্ষেপে ষোড়শ সংশোধনী মামলায় আমি মনে করি আমরাই কামিয়াব হব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!