www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকরাজনীতি

নৌকা পেলেন না অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক : টঙ্গীবাড়ি ও লৌহজং উপজেলা নিয়ে গঠিত মুন্সিগঞ্জ-২ আসনে প্রত্যাশিত মনোনয়ন পেলেন না অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আওয়ামী লীগ বেছে নিয়েছে বর্তমান সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলিকে।

এই আসনে নৌকা প্রতীক পেতে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা গত কয়েক মাস ধরেই সক্রিয় ছিলেন। স্থানীয় আওয়ামী লীগও দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। কেউ মাহবুবে আলমের পক্ষে, কেউ যায় এমিলির পক্ষে। তবে রবিবার দলের মনোনয়নপত্র বিতরণের সময় চিঠিটি পান এমিলি।

অবশ্য মাহবুবে আলম মনোনয়ন পাচ্ছেন না, এই বিষয়টি গত কয়েক দিন ধরেই নিশ্চিত হয়ে গিয়েছিল। আর তিনি রাজনীতির মাঠ ছেড়ে সুপ্রিম কোর্টে আইনি লড়াইয়েই মন দিয়েছেন।

এমিলি এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ২০০৮ এবং ২০১৪ সালে নির্বাচিত হয়েছেন।
আওয়ামী লীগের মনোনয়ন ফরম নেয়ার পর অ্যাটর্নি জেনারেল বলেছেন, ‘দীর্ঘদিন ধরে এলাকার মানুষের জন্য কাজ করে এসেছি। তাদের পাশে থেকেছি।… আশা করছি আমি দলীয় মনোনয়ন পাব।’

অ্যাটর্নি জেনারেল পদে থেকে নির্বাচন করতে আইনি বাধা আছে কি না, এই বিষয়টি নিয়েও বিতর্ক আছে। যদিও মাহবুবে আলম জানিয়েছেন, কোনো বাধা নেই।

error: Content is protected !!