www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকশীর্ষ সংবাদ

নাইজারে সন্ত্রাসী হামলায় নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক :আফ্রিকার নাইজারে সন্ত্রাসী হামলায় দেশটির নিরাপত্তা বাহিনীর ১৪ সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। পশ্চিম নাইজারের তিলাবেরিতে এই সন্ত্রাসী হামলা হয়েছে বলে জানা গেছে। খবর ভয়েস অব আমেরিকা’র
দেশটির কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ভয়াবহ এই সন্ত্রাসী হামলায় নিহতদের মধ্যে সাতজন পুলিশ ও ৭ জন ন্যাশনাল গার্ড-এর সদস্য ছিলেন। এছাড়া নিরাপত্তা বাহিনীর আরো এক সদস্য নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
হামলায় সন্ত্রাসী দলেরও অনেকে নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এই ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেয়নি দেশটির কর্তৃপক্ষ।
এক বিবৃতিতে বলা হয়েছে, ২০২০ সালের দেশটির প্রেসিডেন্ট ও আইনসভা নির্বাচনকে সামনে রেখে সানাম জেলায় একটি কেন্দ্রে ভোটার নিবন্ধনের কাজ চলছে। সেখানকার নির্বাচনী কর্মকর্তাদের নিরাপত্তার দ্বায়িত্বে নিয়োজিত ছিল নিরাপত্তা কর্মীদের দলটি। সে সময়ে তাদের ওপর হামলা চালায় সন্ত্রাসী দল।
এর আগে চলতি মাসের ১০ তারিখে দেশটির পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে ৭১ সেনাকে হত্যা করে সন্ত্রাসীরা।

error: Content is protected !!