www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকরাজনীতি

নতুন-পুরাতনের সমন্বয়ে শ্রমিকলীগ সাজানো হবে….কাদের

নিজস্ব প্রতিবেদক : নতুন ও পুরাতনদের সমন্বয়ে শ্রমিকলীগকে সাজানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আগামী ৯ নভেম্বর জাতীয় শ্রমিকলীগের সম্মেলন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভায় এসব কথা বলেন তিনি।ওবায়দুল কাদের বলেন, শ্রমিকলীগে একাধিক প্রার্থী থাকলে একে অপরকে কম্প্রোমাইজ করতে হবে। মনে রাখতে হবে চাঁদাবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাসী, অনুপ্রবেশকারী, বিতর্কিত এমন কেউ যেন কমিটিতে জায়গা না পায়। দলের সভাপতি আমাকে বলেছেন; সব কমিটিতে স্বচ্ছ ও ক্লিন ইমেজের লোক আনতে হবে। দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন কাউকে কমিটিতে রাখা যাবে না।তিনি বলেন, নেতৃত্বের প্রতিযোগিতা থাকা ভালো। তবে অসুস্থ প্রতিযোগিতা নয়। নিজের প্রচার করবেন, করো বিরুদ্ধে বিদ্বেষ ছড়াবেন না। গতকাল ধানমন্ডি আওয়ামী লীগের সভাপতি রাজনৈতিক কার্যালয়ের সামনে মানি না মানবো না অনুপ্রবেশকারীদের দিয়ে কমিটি চলবে না এমন স্লোগান দিয়েছে, কার্যালয়ের সামনে এমন যেন না হয়। কমিটির অন্তরালে কোনো সমস্যা থাকলে সম্মেলনের আগে তা সমাধান করে নিতে হবে। পরে যেন সম্মেলনের দিন স্লোগান ও কাউন্টার স্লোগান না হয়।সাধারণ সম্পাদক বলেন, সম্মেলনের জন্য শ্রমিকলীগ প্রস্তুত। এরইমধ্যেই তাদের পোস্টারও দাওয়াত কার্ড হয়ে গেছে। নগরীতে পোস্টার লাগিয়ে সম্মেলনের আবহাওয়া সৃষ্টি করতে হবে। শহরের বিশেষ বিশেষ জায়গায় আলোক সজ্জা করতে বলেন। এ জন্য দুটি সিটি কর্পোরেশনের মেয়রকে চিঠি দিয়ে অনুমতি নিতে হবে।জাতীয় শ্রমিকলীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী,শ্রম ও জন শক্তি বিষয়ক হাবিবুর রহমান, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।

error: Content is protected !!