www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকবিজ্ঞান ও প্রযুক্তি

দেশে সাড়া জাগিয়েছে ভিভো ভি ১১

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক : সম্প্রতি বাংলাদেশে অবমুক্ত করা হয়েছে ভিভোর নতুন দুই ফোন ভি ১১ এবং ভি ১১ প্রো। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ডুয়েল ইঞ্জিন ফাস্ট চার্জিং টেকনোলজি সমৃদ্ধ এই ফোনটি দুইটি সাড়া ফেলেছে।

ফ্ল্যাগশিপ ডিভাইস হিসেবে সাশ্রয়ী হওয়ায় স্মার্টফোনপ্রেমীদের হাতে জায়গা করে নিচ্ছে ফোন দুইটি।

স্ট্যারি নাইট এবং নেবুলা রঙে ভি১১ প্রো ৩৪ হাজার ৯৯০ টাকা মূল্যে এবং ভি১১ ২৭ হাজার ৯৯০ টাকা মূল্যে বিক্রি হচ্ছে।

ভি১১ প্রো ডিভাইসে ব্যবহার করা হয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজি। যা বাংলাদেশের মোবাইল ইন্ডাস্ট্রিতে একেবারে নতুন। ভি১১ প্রো-এর ডুয়েল ইঞ্জিন ফাস্ট চার্জিং টেকনোলজি সাধারণ ফাস্ট চার্জিং টেকনোলজির চেয়ে দুইগুণ বেশি দ্রুততর এবং ভি১১ এ রয়েছে ফাস্ট চার্জিং টেকনোলজি।

ভি১১ প্রো এবং ভি১১ দুটো হ্যান্ডসেটেই থাকছে ২৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং দুটো রিয়ার ক্যামেরা। ভি১১ এবং ভি১১ প্রো’তে রয়েছে হেলো ফুল ভিউ ডিসপ্লে।

ভি১১ প্রো-এ কোয়ালকমের শক্তিশালী অক্টাকোর এক্সিলারেশন চিপ স্ন্যাপড্রাগন ৬৬০এআইই ব্যবহার করা হয়েছে, ভি১১-এ রয়েছে মিডিয়াটেক হেলিও পি৬০ এআই অপটিমাইজড চিপ।

৬ জিবি র‍্যাম এবং ১২৮জিবি ধারণ ক্ষমতাসম্পন্ন ভি১১ প্রো তে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক অ্যানড্রয়েড ফর্ক ফানটাচ ওএস ৪.৫।

ভি১১ প্রোতে ৩৪০০ এমএএইচ এবং ভি১১ এ ৩৩১৫ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

৪ জিবি র‍্যামের সঙ্গে ভি১১ এ রয়েছে ১২৮ জিবি রম।

error: Content is protected !!