www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকশীর্ষ সংবাদ

দক্ষিণ কোরিয়া সারা দেশে করোনার বিধিনিষেধ আরোপ করলো

আন্তর্জাতিক ডেস্ক: নতুন করে সংক্রমণ বাড়তে থাকায় শুধু সিউলে করোনাভাইরাসের বিধিনিষেধ আরোপ করেছিল দক্ষিণ কোরিয়া। এবার তা গোটা দেশে জারি করলো সরকার।
সারাং-জেইল চার্চ থেকে নতুন দফায় সংক্রমণ শুরু হয়েছে। গতকাল শুক্রবার (২১ আগস্ট) আক্রান্ত হয়েছেন ৩৩২ জন। তাদের মধ্যে ৭৫ শতাংশের বেশি ৩১৫ জন স্থানীয়ভাবে সংক্রমিত রোগী পাওয়া গিয়েছে ঘনবসতিপূর্ণ সিউলের মেট্রোপলিটন এলাকায়।
গত ১৬ আগস্ট থেকে সিউলে কঠোরভাবে সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। ক্লাব, বার ও ইন্টারনেট ক্যাফেও বন্ধ ছিল এবং দর্শক ছাড়াই ক্রীড়া ইভেন্টের অনুমোদন দেওয়া হয়েছে। ইনডোর ইভেন্টে জনসমাবেশ ৫০ জনের মধ্যে সীমিত রাখতে বলা হয়েছে এবং খোলা জায়গায় তা সর্বোচ্চ একশ জন।
স্বাস্থ্যমন্ত্রী পার্ক নিউং-হু বলেছেন, এই বিধিনিষেধগুলো এখন থেকে সারা দেশে মেনে চলতে হবে। অবশ্য যেসব প্রদেশে আক্রান্তের সংখ্যা অনেক কম, সেখানে বিধিনিষেধ বাধ্যতামূলক না হলেও তা মানার পরামর্শ দেওয়া হয়েছে।
দক্ষিণ কোরিয়ায় এ পর্যন্ত কোভিড রোগীর সংখ্যা ১৭ হাজার দুই জন, তাদের মধ্যে মারা গেছেন ৩০৯ জন।

error: Content is protected !!