www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

দেশজুড়েশীর্ষ সংবাদ

জাল স্বাক্ষর দেয়ায় টাঙ্গাইলে একজনের কারাদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইলে স্বাক্ষর জাল করে পর্চা সরবরাহের অপরাধে আয়নাল হককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ডিসি কার্যালয়ের রেকর্ড রুম শাখার সহকারী কমিশনারসহ অন্যান্যদের স্বাক্ষর জাল করার অপরাধে তাকে কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ডিসি কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সালাহউদ্দিন আইয়ূবীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে জেল দেয়া হয়। আয়নাল হক সদর উপজেলার এনায়েতপুর এলাকার আফাজ উদ্দিনের ছেলে।
ম্যাজিস্ট্রেট মো. সালাহউদ্দিন আইয়ূবী বলেন, বৃহস্পতিবার মির্জাপুর উপজেলার বাঁশতৈল এলাকার তায়েজ উদ্দিনের ছেলে ওমর আলী তার জমির পর্চায় নাম ঠিকানা সংশোধন করার জন্য ডিসি কার্যালয়ে আসেন। সংশ্লিষ্ট কর্মকর্তা যাচাই-বাছাই করে জানতে পারে তার পর্চার দেয়া সহকারী কমিশনারসহ অন্যান্যদের স্বাক্ষর জাল। পরে ডিসি মো. শহীদুল ইসলামের নিদের্শে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আয়নাল হককে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।

error: Content is protected !!