www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকদেশজুড়ে

চাঁদপুরে ভেজাল খাদ্যের পরিমাণ অনেক কমে গেছে : ক্যাবের কর্মশালায় জেলা প্রশাসক

চাঁদপুরের জেলা প্রশাসক আবদুস সবুর মন্ডল বলেন, চাঁদপুরে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) অত্যান্ত শক্তিশালী একটি সংগঠন। দীর্ঘদিন যাবৎ ভোক্তা অধিকার আন্দোলনে সক্রিয়ভাবে প্রশাসনের সাথে সার্বিক সহযোগীতা করে আসছে। যার ফলে চাঁদপুরে ভেজাল খাদ্যের পরিমাণ অনেক কমে গেছে। আজ যে কর্মশালার আয়োজন করা হয়েছে তা অত্যান্ত গুরুত্বপূর্ণ। যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এখানে উপস্থিত হয়েছেন তাদের দ্বারা সম্ভব ভিটামিন ‘এ’ ও আয়োডিন যুক্ত লবন ব্যবহার নিশ্চিত করার জন্য সপ্তাহে অন্ততো একদিন করে হলেও ক্লাসে বাচ্চাদেরকে এবং সম্ভব হলে তাদের অভিভাবকদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করা। কারণ ভিটামিন ‘এ’ ও আয়োডিন যুক্ত লবন বাচ্ছাদের মেধা বিকাশের ও গর্ভবতি মায়েদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্যাব কে এই সকল কার্যক্রম বাস্তবায়ন করার জন্য সব সহযোগীতার আশ্বাস দিচ্ছি। আগামী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মিটিংয়ে ক্যাবের সাথে আলোচনা করে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করব। সকাল ৯ টায় চাঁদপুর প্রেস ক্লাবের ২য় তলায় এলিট চাইনিজ রেস্টুরেন্টে ক্যাবের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাইনুল ইসলাম, মোঃ মাসুদুর রহমান, পুলিশ সুপার সামসুন্নাহার পিপিএম। জেলা ক্যাব সভাপতি জীবন কানাই চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন এর সঞ্চালনায়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চাঁদপুর ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ শফিকুল ইসলাম, চেম্বার অব কর্মাসের সহ-সভাপতি তমাল ঘোষ, দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক হায়দার চৌধুরী, সহকারী অধ্যাপক চাঁদপুর সরকারী মহিলা কলেজ, পুরাণবাজার ডিগ্রী কলেজ শাহানারা বেগম, প্রধান শিক্ষক গনি মডেল উচ্চ বিদ্যালয় চাঁদপুর আব্বাস উদ্দিন, প্রধান শিক্ষক বাগাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মোঃ মাহবুব আলম চৌধুরী, মোঃ ইকবাল হোসেন খান, সহ-সভাপতি চাঁদপুর জেলা ক্যাব মোস্তফা কামাল চৌধুরী, নির্বাহী পরিচালক হিডো সালাউদ্দিন আহমেদ, ণডঈঅ এর সাধারণ সম্পাদক পাপড়ি কর্মকার, চাঁদপুর সূর্যের হাসি ক্লিনিক ম্যানেজার বেবী সাহা, সহকারী প্রধান শিক্ষক হাসান আলী সরকারি বিদ্যালয় সঞ্জয় কুমার, ম্যানেজার সূর্যের হাসির ক্লিনিক চাঁদপুর পুরাণ বাজার মোঃ শাহেদ রিয়াজ, এসএই চাঁদপুর পৌরসভা অরূপ কুমার সেন, প্রধান শিক্ষক উত্তর শ্রীরামদী প্রাথমিক বিদ্যালয় মোঃ শাহজাহান সিদ্দিকী, শিক্ষক মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মোঃ আবুল কালাম, সহকারী শিক্ষক মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শরীফ হোসেন, প্রধান শিক্ষক ষোলঘর প্রাথমিক সরকারি বিদ্যালয় আলহাজ্ব মোঃ মোস্তফা কামাল, প্রধান শিক্ষক উত্তর বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বিএম মুসলেহ উদ্দিন জিলানী, প্রধান শিক্ষক কল্যান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় মোঃ মোস্তফা খান, প্রধান শিক্ষক বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় তপন কুমার রায়, বিসিক শিল্প নগর চাঁদপুর মোঃ জাকির হোসেন, পরিচালক চেম্বার অব কর্মাস চাঁদপুর জামাল হোসেন, সেনিটেশন চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় মোঃ নজরুল ইসলাম, জেলা ক্যাব সদস্য মোঃ মজিবুর রহমান, নির্বাহী সদস্য জেলা ক্যাব এএসএম শফিকুর রহমান, অবঃ শিক্ষিকা পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয় কল্পনা সরকার, সহকারী হাসান আলী সরকারী উচ্চ বিদ্যালয় মোঃ আমিনুল হক, ১২৫নং রেলওয়ে কেজি সরকারি বিদ্যালয় আকলিমা আক্তার, সদস্য ক্যাব ও জেলা প্রতিনিধি জাতীয় দৈনিক যুগান্তর মির্জা জাকির, সাধারণ সম্পাদক চাঁদপুর অন-লাইন প্রেস ক্লাব মোঃ বিপ্লব সরকার, সাবেক চেয়ারম্যান মৈশাদী ইউনিয়ন পরিষদ মোখলেছুর রহমান মিজি, ব্রাক প্রতিনিধি চাঁদপুর সামসুন্নাহার, ব্যবসায়ী পালবাজার মোঃ ওমর হোসেন দেলোয়ার, মাহবুব আলম সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!