www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকরাজনীতি

খালেদা-শ্যাননের বৈঠক ফলপ্রসূ হয়েছে: ফখরুল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস এ শ্যাননের বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বৈঠক শেষে হলে সাংবাদিকদের সামনে কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘বৈঠকের মূল আলোচনায় ছিল রোহিঙ্গা ইস্যু ও চলমান রাজনীতি। এছাড়া বৈঠকে জাতীয় নির্বাচন নিয়েও বিশদ আলোচনা হয়েছে। এ আলোচনা ফলপ্রসূ হয়েছে।’

বৈঠকে আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে ফখরুল বলেন, ‘নির্বাচন নিয়ে কথা হয়েছে। তবে এখন বলা যাবে না।’

এর আগে বেলা পৌনে ১১টার দিকে খালেদা জিয়ার সঙ্গে শ্যাননের বৈঠক শুরু হয়। শ্যাননের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও পাঁচজন উপস্থিত ছিলেন।
অন্যদিকে খালেদা জিয়া ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন ও বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন।

দুই দিনের সফরে রবিবার ঢাকায় আসেন শ্যানন। সফরে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারত্ব সংলাপে অংশ নেওয়ার পাশাপাশি রাজনৈতিক দল ও এনজিও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!