www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকজাতীয়

‘খাদ্য শস্য উৎপাদন বাড়লেও মূল্য পাচ্ছে না কৃষকরা’

নিজস্ব প্রতিবেদক : কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দানাদার খাদ্য শস্য উৎপাদন দিনে দিনে বাড়ছে কিন্তু সে অনুপাতে এর মূল্য পাচ্ছে না কৃষকরা। তাই খাদ্য প্রক্রিয়াজাতে যেতে হবে।
বুধবার সচিবালয়ে এসিআই গ্রুপের চেয়ারম্যান এম আনিস উদ্দিন দৌলার নেতৃত্বে আসা এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দিনে দিনে মানুষের খাদ্যভ্যাস পরিবর্তন হচ্ছে। কৃষিকে আধুনিকায়ন করতে হলে এ ক্ষেত্রে এর যান্ত্রিকীকরণ প্রধান ও প্রথম কাজ। এর সঙ্গে প্রক্রিয়াজাত রফতানি সমগুরুত্বপূর্ণ।
সরকার কৃষির উন্নয়নে সর্বদাই সচেষ্ট বলেও দাবি করেন ড. মো: আব্দুর রাজ্জাক।
কৃষির আধুনিকায়ন, বাণিজ্যিকীকরণ ও প্রক্রিয়াজাতের ব্যাপারে বৈঠকে এসিআই গ্রুপের চেয়ারম্যান বলেন, আমদানি নির্ভরতা কমিয়ে নিজেদের উৎপাদন বাড়াতে হবে। সংরক্ষণ ও প্রক্রিজাত করতে হবে।

error: Content is protected !!