www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিক

কুমিল্লা নাঙ্গলকোটে জেলা পুলিশের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদকঃ  “বাল্য বিবাহ ও ইভটিজিং প্রতিরোধে আইনের চেয়ে সামাজিক সচেতনতাই বেশী জরুরী” শীর্ষক বিষয়ে কলেজ পর্যায়ের ২য় আন্তঃজেলা বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে ও কুমিল্লা ভিক্টোরিয়া বিতর্ক পরিষদের সহযোগিতায় উপজেলা অডিটোরিয়ামে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মর্ডারেটরের দায়িত্ব পালন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মেহেদী হাসান।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বিতর্ক পরিষদের সাধারণ সম্পাদক মো: তানজিত ইসলাম হিমেল, অর্থ ও পরিকল্পনা সম্পাদক আনোয়ারুল আজিম, পাঠাগার সম্পাদক আহম্মদ উল্লাহ, সদস্য খাদিজা আক্তার মুন্নী। পরে নাঙ্গলকোট থানার পরিদর্শক মো. আশ্রাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দাউদ হোসেন চৌধূরী। এসময় উপস্তিত ছিলেন মন্তলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল, এসআই সালাদ্দিন ও মিজান প্রমূখ।
ওই প্রতিযোগিতায় উপজেলার নাঙ্গলকোট উপজেলার মন্তলী স্কুল এন্ড কলেজ ও চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। এরমধ্যে কাশিনগর ডিগ্রি কলেজ বিজয় লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!