www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

কুমিল্লা সংবাদশীর্ষ সংবাদ

কুমিল্লাদেবিদ্বার সাবেক ভিপি নূরের বিরুদ্ধে দেবিদ্বারেও মামলা

মামলার বিষয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন বাদী কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মো. লিটন সরকার সম্পর্কিত খবর
সাবেক ভিপি নুরের বিরুদ্ধে ময়মনসিংহে মামলা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে ময়মনসিংহের পর এবার কুমিল্লার দেবিদ্বারেও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মো. লিটন সরকার মামলাটি করেছে। দেবিদ্বার থানার ওসি মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বাদী লিটন সরকার বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ফেসবুক লাইভে উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছি।
দেবিদ্বার থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, নূরুল হক নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
এর আগে, একইদিন দুপুরে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন জেলা জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল গনি।
উল্লেখ্য, ১৪ এপ্রিল নুরুল হক নুর তার ফেসবুক আইডি থেকে লাইভে বক্তব্য দেন। যা মিথ্যা-বানোয়াট, আক্রমণাত্মক, উসকানিমূলক। বক্তব্যে তিনি বলেন- ‘কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না, যারা আওয়ামী লীগ করে তারা ধান্দাবাজ, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, চিটার বাটপার, প্রকৃত কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না, এদের কোনো ঈমান নাই, শুক্রবার একদিন নামাজ পড়তে যাবে, আর পাঁচ ওয়াক্ত নামাজের কোনো খবর নাই, আওয়ামী উগ্রবাদীরা আলেম ওলামাদের চরিত্র হরণ করে, আওয়ামী উদ্রবাদীরা আলেম ওলামাদের নিয়ে যে বিদ্বেষ ছড়াচ্ছে, ফেসবুকে লেখালেখি করছে, তারা কখনও মুসলমান হতে পারে না, এদের কোনো ঈমান নেই।’

error: Content is protected !!