www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

জাতীয়

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট আরোপের পরিকল্পনা নেই : প্রধানমন্ত্রী

ঢাকা, ১১ এপ্রিল, ২০১৮ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ শিক্ষার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপের কোন পরিকল্পনা সরকারের নেই।
মঙ্গলবার শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
একনেক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পরিকল্পনা মন্ত্রী এ এইচ এম মুস্তফা কামাল বলেন, এ বিষয়টি সুস্পষ্ট করে প্রধানমন্ত্রী বলেছেন যে, শিক্ষা খাতের আরো বিকাশ ও জোরদারের এ ধরনের (বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর ভ্যাট আরোপ) পদক্ষেপের কোন প্রয়োজন নেই। এ ধরণের কোন পদক্ষেপ নেয়া হবে না।
তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাট আরোপে পদক্ষেপ নেয়ার ব্যাপারে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের মন্তব্যের প্রেক্ষিতে একনেক বৈঠক শেষে প্রধানমন্ত্রী একথা বলেন।
এর আগে সোমবার রাতে অর্থমন্ত্রী প্রাকবাজেট বৈঠকের পরে সাংবাদিকদের বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় মালিকদের কাছ থেকে সরকার ভ্যাট আদায় করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!