www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

শিক্ষাশীর্ষ সংবাদ

বসন্তের ছোঁয়া পড়লো কুমিল্লা পলিটেকনিকে। ফুলের সৌরভে সাজলো ক্যাম্পাস!!

আহাম্মেদ যোবায়ের :কুমিল্লা পলিটেকনিকের ক্যাম্পাসে ফুলের সৌরভে বসন্তের ছোঁয়ায় নতুন প্রাণ জাগলো সবার মনে।বসন্তে প্রকৃতির সঙ্গে সেজেছে
কুমিল্লা পলি টেকনিক। মেঘলা আকাশ, সঙ্গে শীতের পালক পরশ নিয়ে শাখায় শাখায় ফুটতে শুরু করেছে রক্তিম শিমুল, পলাশ সহ আরও অনেক ফুল। সময়ের ঘড়ি ধরে, ঋতুর সিঁড়ি বেয়ে শীতের শেষে এসেছে বসন্ত। বসন্তের আগমনীতে প্রকৃতি গুণগুণ করে গাইছে যৌবনের গান।
ফাগুন মানে ভালোবাসায় সিক্ত হবার সময়। ঋতুরাজ বসন্তের বর্ণনা কোনো রঙতুলির আঁচরে শেষ হয় না। শতাব্দীর পর শতাব্দী ধরে চলে কবি-সাহিত্যিকদের বসন্তের রূপের বর্ণনা। তবু শেষ হতে চায় না। প্রকৃতির রঙিন রঙ যেন লাগে মনে।
ফাগুনের আগুনে, মন রাঙিয়ে বাঙালি তার দীপ্ত চেতনায় উজ্জীবিত হবে। সাজবে নানান রঙে। ভালোবাসার আবেগে মানুষ ও প্রকৃতি একাকার।
কুমিল্লা পলিটেকনিক বসন্ত বরণে যেন রুমান্টিক হয়ে পড়েছে।বসন্তের ছোঁয়া লেগেছে ক্যাম্পাসের সকলের মনে।শিক্ষক থেকে শুরু করে সকল শিক্ষার্থীর মনে বইছে বসন্তের সু-বাতাস। বাসন্তী ফুলের পরশ আর সৌরভে কেটে যাবে শীতের হিমবাহ। ক্যাম্পাসের প্রতিটি মানুষের হৃদয়ে ফুলের পরশে বসন্তের আবেদন ভিন্নমাত্রা যোগ করেছে।
এই ব্যাপারে সিভিল ডিপার্টমেন্টের জনাব সজীব স্যার জানান,”ফুল ফুটা আর বসন্তের বাতাস দুটোই হৃদয় হরণ করে।বসন্তের ঋতুতে সকলের মনেই ভালোবাসার ছোঁয়া ফেলে।তবে যারা ক্যাম্পাসের ফুলকে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করছে তাদের উদ্দেশ্য সফল হওয়ার কোন চান্জ নেই।” পলিটেকনিকের ফুলের সৌরভ আর হীম বাতাস যেন জানান দিচ্ছে ভালোবাসায় সিক্ত প্রতিটি হৃদয়।

error: Content is protected !!