www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিক

পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি ফের গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি:খুলনায় পুলিশের হেফাজত থেকে হ্যান্ডক্যাপ পরিহিত অবস্থায় পালিয়ে যাওয়া ইব্রাহীম শেখ (২৫) নামের এক আসামিকে সাত ঘণ্টা পর আবার গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে তাকে দাকোপ উপজেলার চালনা পৌরসভার সবুজপল্লী গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেল ৩টার দিকে দুই পিস ইয়াবাসহ ইব্রাহীম শেখকে সবুজপল্লী গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দাকোপ থানা পুলিশ তাকে হ্যান্ডকাপ পরিয়ে খুলনা জেলা কারাগারে নেয়ার জন্য থানা থেকে বের হয়। চালনা পৌরসভার বৌমার গাছতলা বাসট্যান্ডে আসার পর সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়া পরিহিত অবস্থায় পালিয়ে যায়। পুলিশ ফের তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে। সাত ঘণ্টা চেষ্টার পর দাকোপ উপজেলা সদরের সবুজপল্লী এলাকা থেকে পুলিশ তাকে পুনরায় গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ইব্রাহীম শেখ চালনা পৌর এলাকার সবুজপল্লী গ্রামের আফতাব শেখের ছেলে। সে দাকোপ উপজেলার গুণারী গ্রামের শওকত আলী হত্যার মামলার আসামি।
দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী বলেন, মাদক মামলার আসামি ইব্রাহীম শেখ পালিয়ে যাওয়ার পর তাকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়। দীর্ঘ সাত ঘণ্টা পর তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে হত্যা মামলা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

error: Content is protected !!