www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকশীর্ষ সংবাদ

দিল্লীর সেই কারখানার মালিক-ম্যানেজার গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক:ভারতের দিল্লীর কারখানায় অগ্নিকান্ডে পুলিশ সেটির মালিক ও ম্যানেজারকে গ্রেফতার করেছে। গতকাল রোববার ভয়াবহ এ অগ্নিকান্ডে প্রায় ৪৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছিলেন আরো অনেকে।
সোমবার এক মুখপাত্র জানিয়েছে, গত ২০ বছরের মধ্যে রাজধানী দিল্লীর সবচেয়ে প্রাণঘাতী অগ্নিকান্ড এটি।রোববার ভোরে উত্তর দিল্লীর সবজি বাজারের পাশের একটি কারখানায় এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। চার তলা ভবনের আবাসিক অংশে প্রায় শতাধিক লোক তখন ঘুমাচ্ছিলো। ফলে আগুন লাগার বিষয়টি তারা বুঝতে পারেনি। উল্লেখ্য, কারখানায় নিযুক্ত বেশিরভাগ শ্রমিক কারখানাতেই থাকতেন এবং সেখানেই রান্না করে খেতেন।ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুসারে, কারখানাটিতে মূলত স্কুল ব্যাগ, বোতল ও অন্যান্য কিছু সামগ্রী তৈরি করা হত। সেগুলো তৈরির দাহ্য পদার্থগুলো সেখানে সজ্জিত ছিল ফলে আগুন দ্রুতভাবে ছড়িয়ে যায়। যা নিয়ন্ত্রণে আনতে কয়েক ঘণ্টা সময় লাগে।দিল্লী পুলিশের মুখপাত্র মন্দীপ সিং রাধওয়া রয়টার্সকে বলেছেন, আমরা কারখানার মালিক ও ম্যানেজারকে গ্রেফতার করেছি যেখানে অগ্নিকান্ড ঘটেছিল। এছাড়া আমরা তদন্ত কাজ শুরু করেছি যা খুব দ্রুত শেষ হবে বলে আশা করছি।ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, নিহতদের মধ্যে এক ব্যক্তি মৃত্যুর আগে তার এক আত্মীয়কে ফোন করে জানায় যে সে আটকা পড়ে আছে এবং খুব শীঘ্রই মারা যাবে। তার আত্মীয় যেন তার পরিবারের খেয়াল রাখে।এক প্রত্যক্ষদর্শী জানান, যেখানে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে সেখানে প্রবেশ করতে দমকল বাহিনীকে রীতিমত লড়াই করতে হয়েছে।
দিল্লীর মূখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিহতদের পরিবারকে এক মিলিয়ন রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন।

error: Content is protected !!