www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

দেশজুড়ে

তামাকজাত দ্রব্য ক্রয়-বিক্রয় নিয়ন্ত্রণ ও অসংক্রামক রোগ প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহে তামাকজাত দ্রব্য ক্রয়-বিক্রয় নিয়ন্ত্রণ এবং অসংক্রামক রোগ প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এইড ফাউন্ডেশনের আয়োজনে বৃহস্পতিবার দিনব্যাপী এইডের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সভাপতি জে এম ইসরাইল হোসেন শান্তি জোয়ার্দ্দার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টু। এসময় উপস্থিত ছিলেন আমেনা খাতুন ডিগ্রি কলেজের প্রাক্তণ অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, ঝিনাইদহ পৌরসভার সাবেক চেয়ারম্যান আনিচুর রহমান খোকা, পৌরসভার সচিব মুস্তাক আহম্মেদ, সুর্যসেনা পাঠাগারের সভাপতি ও নিসচা জেলা শাখার সভাপতি এ্যাড. মনোয়ারুল হক লাল, পরিবেশবিদ মাসুদ আহম্মেদ সঞ্জু, পদ্মার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এইড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তারিকুল ইসলাম পলাশ। পরিচালনা করেন এইডের নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম বকুল ও সহকারী পরিচালক দোয়া বখস শেখ । এছাড়াও অনুষ্ঠানে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সুশীল সমাজের প্রতিনিধি ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে সচেতনতা বাড়ানোসহ এর আইন যথোপযুক্ত ব্যবহারের প্রতি বক্তারা গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!