www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

জাতীয়শীর্ষ সংবাদ

ড্রেনে ময়লা ফেললে জরিমানার নির্দেশ মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:ড্রেনে যারা ময়লা ফেলে তাদের জরিমানা করার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, ড্রেনে পলিথিন ফেলছে, এটা ফেলছে, ওটা ফেলছে, ব্যবস্থা নিন। আপনি যদি পানিশমেন্ট না দেন তাহলে পুরস্কারের কোনো দাম আছে?
বুধবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় মন্ত্রী এসব কথা বলেন। আসন্ন বর্ষা মৌসুমে ঢাকা মহানগর ও এর আশপাশের জলাবদ্ধতা নিরসনে কর্মপন্থা নির্ধারণে এ সভা অনুষ্ঠিত হয়।
সিটি কর্পোরেশন কর্মকর্তাদের উদ্দেশ্যে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আপনাদের কী জন্য রাখছি? যার ড্রেনে কাজ করার কথা, ভোর ৫টায় উঠে মোটরসাইকেল নিয়ে দেখা দরকার কোথায় কোথায় সুইপাররা সুইপিং করেছে, কোথায় করেনি, কোন জায়গায় ময়লা জমা আছে। এটা যদি আপনার কাছে খারাপ লাগে, আমার কাছে খারাপ লাগে তাহলে ভাই কথা বলে কোনো লাভ নাই, তাহলে আত্মহত্যা করেন, এটাই সবচেয়ে ভালো।
তিনি বলেন, সুন্দর করে কথা বললে যদি কাজ না হয়, তবে অসুন্দর করে কথা বলেন। করবে না কেন? সুইপারকে সাসপেন্ড করেন, পানিশমেন্ট দেন।

error: Content is protected !!