www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

দেশজুড়েশীর্ষ সংবাদ

ডাব্লিউসিসি এশিয়া প্যাসিফিক রিজনের বোর্ড অব ডাইরেক্টার হলেন হিফজুর রহমান খান।

ডাব্লিউসিসি ওমেন এন্ড চিলড্রেন এট কনসার্ন এর এশিয়া প্যাসিফিক রিজনের বোর্ড অব ডাইরেক্টার এর ফাইন্যান্সিয়াল ডাইরেক্টার হলেন সিলেটের মো. হিফজুর রহমান খান।
বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যায় কিমিটি গঠন করা হয়। এতে সোস্যাল ডইরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেটের মোহাম্মদ মোক্তার উদ্দিন।
ডাব্লিউসিসি ওমেন এন্ড চিলড্রেন এট কনসার্ন এর ফাউন্ডার এলাইন বকুরু,ডাব্লিউসিসি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট জেপি বালুস, ডাব্লিউসিসি ইন্টারন্যাশনাল জেনারেল সেক্রেটারী হাফিজ মোহাম্মদ এ কমিটি ঘোষণা করেন।
মো. হিফজুর রহমান ভান একজন মিডিয়া ব্যক্তি হিসেবে সিলেটে পরিচিত। বর্মানে তিনি নদী টেলিভিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া তিনি বাংলাদেশ স্কাউট সিলেটের সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংঘটনের সাথে সম্পৃক্ত।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ডাইরেক্টর রোডোলফ সামিউল ডেভিড, (ভারত), সেক্রেটারী বাহরাম উদ্দিন (আফগানিস্থান), কমিউনিকেশন স্পিক পার্সন বর্শা কারকি (নেপাল), হেলথ ডাইরেক্টর মেরিনা সলোম (লেবানন), এডুকেশন ডাইরেক্টর সিরাজ হেদায়েত ককার (পাকিস্থান), কর্ডিনেটর ডাইরেক্টর বাবু ধরন (শ্রীলঙ্কা), লিগ্যাল এডভাইজারী ডাইরেক্টার এডভোকেট জয়া ভামা (ভারত)।

error: Content is protected !!