www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

দেশজুড়েপ্রচ্ছদশীর্ষ সংবাদসিলেট

জাফলংয়ে ডিবি পুলিশের নাম ভাঙ্গিয়ে বেপরোয়া চাঁদাবাজি নেতৃত্বে আলিম উদ্দিন

সিলেটের গোয়াাইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নে মোটরশুটি বাণিজ্য স্থানীয় প্রশাসন চুপ কেন স্থানীয় এলাকাবাসীর প্রশ্ন,বর্ডারের রাজা লাইন নামক নতুন বাহিনীর চাঁদাবাজি নেতৃত্ব দিচ্ছেন আলিম উদ্দিন, নাজিম উদ্দিন ও জয়দুল,সৈয়দ মুনসুর,মোটরশুটি ব্যবসায়ী মেহদী হাসান,ভারতীয় পণ্যর চোরাকারবারি আকতার হোসেন, লুনিগ্রামের কামরুল ইসলাম সহ একাধিক চাঁদাবাজ বাহিনী।
সরেজমিনে গিয়ে স্থানীয়দের কাছে জানতে পারি,নাজিম উদ্দিন মন্ত্রীর কাছের মানুষ ও স্থানীয় যুবলীগ নেতা পরিচয় দিয়ে চালিয়ে যাচ্ছেন পিয়াইন নদীতে চাঁদাবাজির ও জাফলংয়ের বিভিন্ন সীমান্ত দিয়ে পাচার করছে মটরশুটি ও ভারতীয় অবৈধ পণ্য মাদক ইয়াবা,পাতার বিড়ি, কসমেটিক, রেড ব্লু, মেডিসিন ইত্যাদি এসব ব্যবসায়ীদের কাছ থেকে ডিবি পুলিশের নাম ভাঙ্গিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।
জয়দুল বিরোধী দলের রাজনীতির সাথে থাকলে রয়েছে তার প্রভাব ও আধিপত্য নিয়ে সক্রিয় রয়েছেন
স্থানীয় সুত্রে জানাযায় জাফলং, নয়াবস্তি, কান্দিবস্তি, জুমপাড়,বল্লাঘাট,তামাবিল,গুচ্ছগ্রাম,সোনাটিলা,নলজুরী, জিরো পয়েন্ট সিমান্ত এলাকায় রাতের অন্ধকারে প্রশাসনের অন্তরালে চোরাকারবারিদের কাছে থেকে হাতিয়ে নিচ্ছে দৈনিক লক্ষ লক্ষ টাকা।
নাম বলতে অনিচ্ছুক গতকাল সরজমিনে দেখাযায়, স্থানীয় শ্রমিকদের অভিযোগের শেষ নেই তাদের উপর রাতের অন্ধকারে জীবনের ঝুঁকি নিয়ে কয়েক বস্তা মটরশুটি ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি বাজারে খাসিয়া ব্যবসায়ীদের কাছে বিক্রি করে, এলাকায় গেলে নাম প্রকাশে অনিচ্ছুক শ্রমিকদের কাছে থেকে,আলিম উদ্দিন, সাহাজান মিয়া,সৈয়দ মুনসুর আকতার হোসেন, নাজিম উদ্দিন জাফলং ট্যুরিজম ক্লাবের সাধারণ সম্পাদক পরিচয় দেন।
অনেক শ্রমিক চাদা না দিতে চাইলে প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের অনুমতি নিয়ে এসেছি বলে চাঁদাবাজরা তোমরা আমাদের কে প্রতি বস্তা মোটরশুটি ১৫০ টাকা চাঁদা দিতে হবে এবং অবৈধভাবে আসা ভারতীয় পণ্য কাটুন প্রতি ৪০০ টাকা করে দিতে হচ্ছে লাইনম্যানদের -জাফলং এলাকার সচেতন মহল মাননীয় মন্ত্রী ও প্রবাসী কল্যাণ মন্ত্রী প্রসাশনের উর্দ্ধতন কর্মকর্তাদের দৃষ্টিগোচর ও হস্তক্ষেপ কামনা করেন।

error: Content is protected !!