www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

দেশজুড়ে

চালু হলেও আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা চালু হলেও যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে গেছে।

শুক্রবার রাতে কারখানার অ্যামোনিয়া প্লান্টের বয়লারের বিয়ারিং ভেঙে গেলে বন্ধ হয়ে যায় উৎপাদন। এ সময় বিকট শব্দ শোনা যায় বলে জানান সেখানকার বাসিন্দারা।

গ্যাস সংকটের কারণে দীর্ঘ ১৪ মাস বন্ধ থাকার পর চলতি জুলাই মাসের ২ তারিখ আবার চালু হয় কারখানাটি।

আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহ কামরান জানান, প্লান্টের ত্রুটির কারণে কারখানার উৎপদন বন্ধ রয়েছে। স্থানীয় প্রকৌশলীরা ইতিমধ্যে মেরামতকাজ শুরু করে দিয়েছেন। কারখানা উৎপাদনে যেতে অন্তত পাঁচ দিন সময় লাগবে।

তবে উৎপাদন বন্ধ থাকলেও কারখানার কমান্ড এরিয়াভুক্ত জেলায় সার সরবরাহ স্বাভাবিক থাকবে বলে জানান শাহ কামরান।

১৬০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতার এই সার কারখানা বছরের অন্তত অর্ধেক সময় উৎপাদন বন্ধ রাখতে হয় গ্যাস সংকটের কারণে। এই অচল সময়ে বিভিন্ন যন্ত্রাংশে ত্রুটির সৃষ্টি হয় বলে কারখানার সার উৎপাদন এখন ১২০০ মেট্রিক টনে নেমে এসেছে।

কারখানার সূত্র জানায়, দীর্ঘদিন বন্ধ থাকলে কারখানার বিভিন্ন যন্ত্রাংশ বিকল হয়ে যায়। গ্যাস সরবরাহ শুরুর পর আবার কারখানা চালু করতে যন্ত্রাংশ মেরামতে বেশ সময় লাগে। দীর্ঘদিন বন্ধ থাকা কারখানা চালুর পর এতে নানা ত্রুটি দেখা দেয়।

কারখানার শ্রমিক-কর্মচারীরা মনে করেন, সার্বক্ষণিক গ্যাস সরবরাহ নিশ্চিত করতে পারলে এখানে দৈনিক ১২০০ মেট্রিক টন পর্যন্ত উৎপাদন অব্যাহত রাখা সম্ভব। বছরের অর্ধেকের বেশি সময় কারখানার গ্যাস সরবরাহ বন্ধ থাকলে বিভিন্ন যন্ত্রাংশে ত্রুটি দেখা দিয়ে উৎপাদন আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

error: Content is protected !!