www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

দেশজুড়ে

গোপালগঞ্জে আত্মনিবেদন দিবস পালিত

গোপালগঞ্জ সংবাদদাতা : গোপালগঞ্জে আত্মনিবেদন দিবস ২০১৮ পালিত হয়েছে। সিসিডিবি ও সিপিআরপি’র উদ্যোগে এ দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে রবিবার গোপালগঞ্জ সিসিডিবি কার্যালয়ের সম্মেলন কক্ষে মূলসুর “এনজিও এবং উন্নয়ন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ সিসিডিবি কর্মসূচী কর্মকর্তা সুইটবার্ট গাইনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাপিষ্ট চার্জ ফেলোশীপের পরিচালক সমুয়েল এস বালা, বিশেষ অতিথি সদর উপজেলা সমবায় অধিদপ্তরের পরিদর্শক বাসুদেব ব্যানার্জী, বেদগ্রাম বাজার কমিটির সভাপতি ইনছান আলী শেখ, চ্যানেল ২৪ ও দৈনিক মানবকন্ঠে’র গোপালগঞ্জ জেলা প্রতিনিধি রাজীব আহম্মেদ রাজু প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা সিসিডির বিভিন্ন জনবান্ধব কর্মসূচীর প্রশংসা করেন। পাশাপাশি আগামী দিনে সিসিডিবি তার সেবামূলক কর্মকান্ডের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে অগ্রণী ভুমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।
প্রসঙ্গত, সিসিডিবি ১৯৭২ সাল থেকে প্রতি বছর “আত্মদিবেদন দিবস” পালন করে আসছে। মূলত এই দিবসের মাধ্যমে তারা তাদের সারা বছরের সাফল্য-ব্যর্থতা তুলে ধরেন। পাশাপাশি আগামী বছরের কর্ম পরিকল্পনা নির্ধারণ করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!