www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকখেলাধুলা

ক্ষমা চাইলেন ম্যারাডোনা

ক্রীড়া ডেস্ক : নতুন নতুন বিতর্ক জন্ম দিয়ে বারবারই মিডিয়ার শিরোনামে তিনি।বিশ্বকাপে ভিআইপি বক্সে বসে বাজে আচরণের জন্য কাঠগড়ায় আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা।কী করেছেন ম্যারাডোনা?

তাঁর বিরুদ্ধে দুটো অভিযোগ । প্রথমটি বর্ণবিদ্বেষী আচরণের। দ্বিতীয়টি, নিয়ম ভাঙার। বলা হচ্ছে, মাঠে উপস্থিত দক্ষিণ কোরিয়ার এক সমর্থকের উদ্দেশে নাকি বর্ণবিদ্বেষমূলক অঙ্গভঙ্গি করেন আর্জেন্টিনার কিংবদন্তি।

নিজের ফেসবুকে সেই অভিযোগের জবাব দেন তিনি। মারাডোনা সেখানে লেখেন,‘দেখলাম, এক জনকে ঘিরে জটলা। ছবিও তোলা হচ্ছিল। আমি ওদের সবাইকে বলি, দেখ এশিয়ার মানুষও আমাদের সমর্থন করছে। এটা দারুণ ব্যাপার।’ দ্বিতীয় ঘটনা ম্যারাডোনার সিগারেট খাওয়া নিয়ে। স্টেডিয়ামে ফিফার বিশাল একটি হোর্ডিং টাঙানো ছিল। যেখানে লেখা ছিল,‘তামাক মুক্ত ফিফা বিশ্বকাপে আপনাকে স্বাগত।’

তার কাছাকাছি বসেই নাকি সিগারেট চুরুট খেতে দেখা গিয়েছে। যা নিয়ে একদফা বিতর্ক তৈরি হয়। যা থামাতে ফেসবুকে ম্যারাডোনা লেখেন,‘সত্যি কথা বলছি, আমি জানতামই না স্টেডিয়ামে কেউ ধূমপান করতে পারবে না। আমি এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।’তবে সবাইকে দলের পাশে দাঁড়ানোর আবেদন করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!