www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকখেলাধুলা

কালীগঙ্গায় নৌকা বাইচ প্রতিযোগিতা হয়েছে

মানিকগঞ্জ প্রতিনিধি :মানিকগঞ্জের বালিরটেকে শুক্রবার বিকেলে কালীগঙ্গা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা হয়েছে।
সদর উপজেলার ভাড়ারিয়া ইউপি, বালিরটেক বাজার সমিতি আয়োজিত নৌকা বাইচে ছিবা, খেল্লা, ঘাসি, ছান্ধী, ময়ুরপঙ্খী, সোনারতরী, পানিরাজ, সোনার বাংলাসহ ২০টি নৌকা অংশ নেয়। বাইচ দেখতে আসা মুক্তিযোদ্ধা মো. আবুল হাসেম মাস্টার বলেন, নদী ও নৌকা একই সুতোয় গাঁথা। প্রশাসনের পৃষ্ঠপোষকতা পেলে কালের বিবর্তনে প্রায় হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহি নৌকা বাইচ টিকে থাকবে। সোনারতরী নৌকার মালিক আনোয়ার হোসেন বলেন, নদী সংস্কারের অভাবে ভরাট হয়ে গেছে। পানির অভাবে নৌকা বাইচ তেমন দেখা যায় না। মানিকগঞ্জ সদর থানার ওসি রকিবুজ্জামান বলেন, নৌকা বাইচ উপলক্ষে দুর্ঘটনা এড়াতে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস প্রস্তুত রয়েছে। বাইচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মানিকগঞ্জ-২ আসনের এমপি মমতাজ বেগম।
এ সময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আবদুর রাজ্জাক রাজা, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান সালেহা ইসলাম, হাটিপাড়া ইউপি চেয়ারম্যান গোলাম মনির হোসেন প্রমুখ।

error: Content is protected !!