www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকজাতীয়

এরশাদের শূন্য আসনে ভোটের তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান তফসিল ঘোষণা করেন্।সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের শূন্য ঘোষিত রংপুর-৩ (সদর) আসনের উপ-নির্বাচন অক্টোবরের ৫ তারিখে অনুষ্ঠিত হবে।রবিবার নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান এ বিষয়ে তফসিল ঘোষণা করেন।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, এই নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা যাবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত, তা যাচাই-বাছাই হবে ১১ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষ দিন ১৬ সেপ্টেম্বর এবং ৫ অক্টোবর হবে ভোটগ্রহণ অনুষ্ঠিত।
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোকলেসুর রহমান তফসিল ঘোষণাকালে বলেন, ‘এই আসনে ভোট হবে বিরতিহীন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। প্রশাসনিক কারণেই এটি করা হচ্ছে। নির্বাচনি সরঞ্জামাদি যথাসময়েই পৌঁছাবে। এটি যেহেতু সিটি এলাকা অল্প সময়ে পৌঁছানো যাবে।’
এ সময় রংপুর-৩ উপনির্বাচনে প্রত্যেক কেন্দ্রে ইভিএমে ভোট হবে জানিয়ে মোকলেসুর রহমান বলেন, ‘মক ভোটিংসহ সব কিছুই যথাসময়ে সম্পন্ন হবে। আগেও ভোটাররা ইভিএমে ভোট দিয়েছে, তাদের ধারণা আছে। সর্বশেষ ময়মনসিংহ, বগুড়া-৬ আসনেও ইভিএমে ভোট হয়েছে। সামনেও সব ভোট গ্রহণে ইভিএম ব্যবহারের বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি।’
উল্লেখ্য, গত ১৪ জুলাই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাবেক রাষ্ট্রপতি ও জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এরশাদের মৃত্যুতে রংপুর সদর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
সংবিধানের ১২৩(৪) ধারায় উল্লেখ করা হয়েছে- ‘সংসদ ভেঙে যাওয়া ব্যতীত অন্য কোনও কারণে সংসদের কোনও সদস্যপদ শূন্য হলে, ৯০ দিনের মধ্যে পদটি পূরণ করার জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে।’
প্রসঙ্গত, রংপুর-৩ (সদর) আসনে ভোটকেন্দ্র রয়েছে ১শ ৭৫টি। এ আসনে মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ৪২ হাজার ৭২ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২১ হাজার ৩শ ১০ জন, আর নারী ভোটার ২ লাখ ২১ হাজার ৭শ ৬২ জন।

error: Content is protected !!