www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকজাতীয়

উত্তাপ নিয়ে ১০ সেপ্টেম্বর বসছে সংসদ অধিবেশন

নিজস্ব প্রতিবেদক : আগামী ১০ সেপ্টেম্বর বসছে জাতীয় সংসদের ১৭তম অধিবেশন। ওই দিন বিকেল পাঁচটায় অধিবেশন শুরু হবে। ধারণা করা হচ্ছে এক উত্তপ্ত অধিবেশনের সূচনা হবে সেদিন।কেননা সংসদের এই সপ্তদশ অধিবেশনে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও পর্যবেক্ষণ নিয়ে আলোচনা হবে বলে আভাস দিচ্ছেন সরকারি দলের নেতারা। এ নিয়ে ইতিমধ্যে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোমবার ২১ আগস্টের এক আলোচনা অনুষ্ঠানে দেয়া তার বক্তব্যে ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও পর‌্যবেক্ষণ নিয়ে প্রধান বিচারপতির তুমুল সমালোচনা করেন। তিনি বলেছেন, তারা রায় আরও ভালোভাবে পড়ছেন, রায় নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা হবে।বিভিন্ন বক্তৃতায় সরকারি দলের নেতারাও ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে অধিবেশন উত্তপ্ত করার।সব মিলিয়ে সংসদের এক মহা-উত্তপ্ত অধিবেশনের সূচনা হবে ১০ সেপ্টেম্বর।এর আগে এই ষোড়শ সংশোধনী বাতিলের সংক্ষিপ্ত রায় প্রকাশের পরও উত্তপ্ত হয়েছিল সংসদ। বাজেট অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে ১০ জন সদস্য এই রায়ের সমালোচনা করেন।এর আগে ১৬তম বাজেট অধিবেশন শেষ হয় গত ১৩ জুলাই। সংবিধান অনুযায়ী ৬০ কার্যদিবসের মধ্যে পরবর্তী অধিবেশন বসতে হয়।আজ মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন।১৭তম অধিবেশনে বেশ কয়েকটি আইন পাস হতে পারে বলেও জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!