www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

খেলাধুলাশীর্ষ সংবাদ

আফ্রিকান সেরা হলেন লিভারপুলের সাদিও মানে

ক্রীড়া ডেস্ক :মাঠের পারফরম্যান্সে আলো ছড়িয়ে গত কয়েক বছর ধরে ফুটবল বিশ্বে আলোচিত নাম সাদিও মানে। লিভারপুলের এই সেনেগালিজ স্ট্রাইকার গত ব্যালন ডি’অরে ছিলেন শীর্ষ পাঁচে। রেকর্ড ছয়বারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি তার সেরা পছন্দ হিসেবে ভোট দিয়েছেন মানেকে। গত দুই বছর ধরে আফ্রিকান বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় রানার্স আপ হয়ে আসছেন। ব্যক্তিগত শিরোপা ধরা দিয়েও দিচ্ছিলো না সাদিওর হাতে।অবশেষে সে আক্ষেপ ঘুচলো সাদিও মানের। ফুটবলে আসার অনুপ্রেরণা, সাদিওর নায়ক সাবেক লিভারপুল স্ট্রাইকার হাজী এল দিওফের পদাঙ্ক অনুসরণ করলেন এই সেনেগালিজ। দানে দান তিন দানের মাথায় জিতে নিলেন আফ্রিকার বর্ষসেরার পুরস্কার। মঙ্গলবার ইজিপ্টের হারগাদা শহরে তার হাতে ওঠে আফ্রিকান সেরার শিরোপা।২০১৮-১৯ মৌসুমে লিভারপুল প্রিমিয়ার লিগে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ ৯৭ পয়েন্ট অর্জন করে। কিন্তু লিগ শিরোপার স্বাদ পায়নি দলটি। তবে ইউরোপ সেরার তকমা পায় অলরেডরা। আর তাদের এই অর্জনে বড় ভূমিকা ছিল সাদিও মানের। ২০১৮-১৯ মৌসুমে ২৭ বছরের এই তারকা সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০ গোল করেন। এই মৌসুমেও আছেন দুরন্ত ফর্মে। ইতিমধ্যে তার ঝুলিতে যুক্ত হয়েছে ১৫ গোল। লিভারপুলও এবার লিগ শিরোপার দৌড়ে এখনো অপরাজিত।আর এমন পারফরম্যান্সের জন্য কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবল’স (কাফ) বছরের সেরা ফুটবলার হিসেবে সাদিও মানেকে নির্বাচিত করেন। গত দুই মৌসুমে মোহাম্মদ সালাহ এর কাছে হেরে যাওয়া মানে এবার লিভারপুল সতীর্থকে পেছনে ফেলেছেন। সালাহ আছেন দ্বিতীয় স্থানে আর ম্যানসিটির আলজেরিয়ার তারকা রিয়াদ মাহরেজ আছেন তৃতীয় স্থানে।বর্ষসেরার খেতাব জিতে সাদিও মানে বলেন, ‘আমি সত্যি খুব খুশি এবং একই সঙ্গে গর্বিত। ফুটবল আমার পেশা। আর আমি এটাকে ভালোবাসি। আমি আমার পরিবার, জাতীয় দল, স্টাফ, ফেডারেশন এবং লিভারপুলকে ধন্যবাদ জানাতে চাই।’ আফ্রিকান বর্ষসেরা তিন ফুটবলারই জায়গা করে নিয়েছেন আফ্রিকান সেরা একাদশে।আফ্রিকান বর্ষসেরার পুরস্কারে সবার চেয়ে এগিয়ে আছেন ক্যামেরুনের স্যামুয়েল ইতো ও আইভোরি কোস্টের ইয়াইয়া টোরে। এই দুজন সর্বোচ্চ চারবার বর্ষসেরার খেতাব জেতেন।

error: Content is protected !!