www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিক

আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র ইরানি ট্যাংকারের মুক্তি

আন্তর্জাতিক ডেস্ক : শেষ মুহূর্তে জিব্রাল্টারে আটক ইরানি তেলবাহী ট্যাংকার ‘গ্রেস ওয়ানের’ মুক্তি আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ট্যাংকারটিকে ছেড়ে দেওয়ার কথা থাকলেও তা আটক রাখতে মাত্র কয়েক ঘন্টা আগে জিব্রাল্টারের কাছে আবেদন করেছে ওয়াশিংটন।
জিব্রাল্টার সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ একাধিক অভিযোগে গ্রেস ওয়ানকে আটক রাখার অনুরোধ জানিয়েছে, যা এখন বিবেচনা করা হচ্ছে।’ গ্রিনিচ মান সময় দুপুর ২টায় বিষয়টি শুনানির জন্য সুপ্রিম কোর্টে উত্থাপন করা হবে বলেও এতে জানানো হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে সিরিয়ার কাছে তেল বিক্রির অভিযোগে গত ৪ জুলাই ব্রিটিনের নৌবাহিনী জিব্রাল্টার প্রণালি থেকে গ্রেস ওয়ানকে আটক করে। এর প্রতিক্রিয়ায় দুই সপ্তাহের মাথায় হরমুজ প্রণালি একটি ব্রিটিশ ট্যাংকার আটক করে ইরান। এ নিয়ে ব্রিটেনের সঙ্গে ইরানের টানটান সামরিক উত্তেজনা দেখা দেয়। ধারণা করা হচ্ছে ইরানের ট্যাংকার মুক্তির বিনিময়ে ব্রিটিশ ট্যাংকার মুক্তি দিতে সম্মত হয়েছে তেহরান।

error: Content is protected !!