www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

খেলাধুলা

অবশেষে গোল পেলেন ইকার্দি-দিবালা

ক্রীড়া ডেস্ক : ক্লাবের জার্সি পরে নামলে ভুরি ভুরি গোল পান, অথচ জাতীয় দলে তাদের খোঁজেই পাওয়া যায় না! আর্জেন্টিনার হয়ে আগের ৭ ম্যাচে একবারও জালে বল জড়াতে পারেননি ইন্টার মিলান তারকা মাউরো ইকার্দি। জুভেন্টাস ফরোয়ার্ড পাওলো দিবালা তো ১৭ ম্যাচ খেলে ছিলেন গোলশূণ্য! অবশেষে একই দিনে সাফল্যের দেখা পেলেন দু’জন। আজ ভোরে প্রীতি ম্যাচে মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার ২-০ ব্যবধানের জয়টা আসেছে তাদেরই গোলে।

ঘরের মাঠে শুরুর বাঁশি বাজার দুই মিনিটের মধ্যেই আর্জেন্টিনাকে এগিয়ে দেন ইকার্দি। এরিক লামেলার কাছ থেকে বল পেয়ে ডিবক্সে দুই ডিফেন্ডারকে কাটিয়ে মেক্সিকোর জালে বল পাঠান তিনি। বিরতির আগমুহূর্তে ভিক্টর গুজমানের ফ্রি-কিক ক্রসবারে লেগে প্রতিহত হলে গোল বঞ্চিত হয় অতিথিরা। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে লামেলার একটি ফ্রি-কিক দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন মেক্সিকোর গোলরক্ষক হোসে ডি জেসুস।

৮১ মিনিটে ইকার্দিকে বসিয়ে দিবালাকে মাঠে নামান আর্জেন্টিনার কোচ লিওলেন স্কোলানি। মাঠে নামার ছয় মিনিটের মধ্যেই আর্জেন্টিনার ব্যবধানটা ২-০ বানিয়ে ফেলেন এই জুভেন্টাস তারকা। জিওভানি সিমিওনের অ্যাসিস্টে ক্যারিয়ারের ১৮তম আন্তর্জাতিক ম্যাচে এসে অভিষেক গোলের দেখা পেলেন তিনি।

রাশিয়া বিশ^কাপের শেষ ষোলো থেকে ছিটকে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন কোচ স্কোলানির অধীনে ৬ ম্যাচে চতুর্থ জয় দেখল আর্জেন্টিনা। একটিতে ড্র, অপরটিতে হেরেছে তারা। লিওনেল মেসির অনুপস্থিতিতে আলবিসিয়েস্তেদের এমন পারফরম্যান্স ইতিবাচক দৃষ্টিতেই দেখতে হবে।

চলতি বছরে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলবে না আর্জেন্টিনা। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের পরবর্তী লক্ষ্য ২০১৯ সালের কোপ আমেরিকা। যেটি ব্রাজিলে অনুষ্ঠিত হবে।

error: Content is protected !!