www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

দেশজুড়ে

শক্তিশালী ইউনিয়ন পরিষদ গঠনের লক্ষ্যে উন্মুক্ত ওর্য়াড সভা অনুষ্ঠিত

ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা : বাগেরহাটের ফকিরহাট উপজেলার মডেল বেতাগায় সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি শক্তিশালি ইউনিয়ন পরিষদ গঠনের লক্ষে সকল জনগণের অংশ গ্রহণে উন্মুক্ত ওর্য়াড সভা মঙ্গলবার সন্ধ্যায় ৬নং ওয়ার্ডের বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য নিমলেন্দু দেবনাথ এর সভাপতিত্বে সভার উদ্বোধক ছিলেন স্বশাসিত ইউনিয়ন পরিষদ এ্যাডভোকেসি গ্রুপ অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট ও বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার পুষ্পেন কুমার শিকদার, বিশেষ অতিথি ছিলেন, লখপুর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন। সম্মানিত অতিথি ছিলেন, উপজেলা আঃলীগের সহ-সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক ও জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ। উপদেষ্টা ছিলেন, সংরক্ষিত মহিলা সদস্য কামরুন্নাহার নিপা। সিআইজি ফোরামের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হুদার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষাবিদ দাশ শিশির কুমার, বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার দাশ, অধেন্দু শেখর দেবনাথ ও কৃষি ও মৎস্য সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি মোঃ ইউনুস আলী শেখ। এসময় চাহিদা দাবী করে বক্তব্য রাখেন মোঃ মকসেদ আলী ফকির, গনেশ চন্দ্র অধিকারী, সুনীল শীল, রফিকুল ইসলাম, বাসন্তি রানী দাশ, আখিরুন বেগম, মিনতী রানী গোস্বামী, দিলদার আহম্মেদ, ঝরনা রানী শীল ও শীলা রানী শীল প্রমুখ।
সভা শেষে ৬জন ভাতাভোগীকে বিভিন্ন ভাতার কার্ড বিতরণ করা হয়েছে। উল্লেখ্য, ২লক্ষ টাকা ব্যায়ে বেতাগা ফুলবল মাঠ হতে জিসি রোড অভিমুখে ড্রেন উন্নয়ন, ২লক্ষ ৮৫হাজার ৯শত টাকা ব্যয়ে বেতাগা রশিক বাবুর মাঠ হতে বেতাগা ফুলবল মাঠ পর্যন্ত সিসি দ্বারা উন্নয়ন, ২লক্ষ টাকা ব্যয়ে জয়বাংলা মোড়ে মুক্তিযুদ্ধের ভাস্কার্য নির্মাণ, ১,৬৬.১০৬টাকা ব্যায়ে বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর গেট থেকে রাস্তা পর্যন্ত সিসি ঢালাই এর মাধ্যমে রাস্তার উন্নয়ন, ১লক্ষ টাকা ব্যয়ে জয়পুর বেতাগা জমে মসজিদে টাইলস দ্বারা উন্নয়ন, ১লক্ষ টাকা ব্যয়ে বেতাগা ইউনাইটেড মডেল স্কুলের বেঞ্চ নির্মাণ, ১.০২.৪৬২টাকা ব্যয়ে ফুলবল মাঠ হতে জিসি রাস্তার অসমাপ্ত কাজের উন্নয়ন, ২লক্ষ টাকা ব্যয়ে বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উন্নয়ন, ৪৮হাজার টাকা ব্যয়ে বেতাগা কালিবাড়ি রাস্তার সাইড ড্রেন নির্মাণ। এছাড়া সমাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ৪৯ জনকে বয়স্ক ভাতার কার্ড, ২৬ জনকে বিধবা ও স্বামী পরিত্যাক্তা ভাতার কার্ড প্রদান, ৮ জনকে মাতৃত্বকালিন ভাতার কার্ড প্রদান, ২৮টি পরিবারকে ভিজিডির খাদ্রের সহায়তা প্রদান, ৩জন মেধাবী-কে উচ্চশিক্ষা সহায়তা প্রকল্পের সহায়তা প্রদান, ১০ জনকে কন্যা বর্তিকা প্রকল্পে অন্তর্ভুক্ত ও ১১০টি পরিবারকে স্বল্প মুল্যে চাউল বিতরণ প্রকল্পের সহযোগীতা করা হয়েছে। এসময় শিক্ষক সাংবাদিক জনপ্রতিনিধি সহ সুশিল সমাজের বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!