www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

Uncategorized

কুমিল্লার মেঘনায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১১

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার মেঘনা উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ১১ জন আহত হয়েছে ।বুধবার (২৮ জুন) বিকেলে উপজেলার খিরাচক বাজারে ঘটনাটি ঘটে।আহতরা হলেন,রেজাউল করিমের ছেলে শান্ত করিম,দেলোয়ার মেম্বার,বিল্লাল,ইকবাল,বৃন্ত,গিয়াস উদ্দিন,মহসিন নয়ন,রজব আলী গ্রুপের কাইয়ুম,মনির হোসেন,আল আমিন। আহতদের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানায়, বহু বছর যাবত রেজাউল করিম গ্রুপ আর রজ্জব আলী ঢালী গ্রুপের মধ্যে বিরোধ চলছিল । প্রায়ই এদের মধ্যে হামলা মামলা হয়ে থাকে । এর ধারাবাহিকতায় বিকেলে খিরাচক বাজারে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে পরিনত হয়।এ ব্যাপারে শান্ত করিম বলেন,আমরা খিরাচক বাজারে বসেছিলাম । হঠাৎ জুয়েল,আল আমিন,মাঈনুদ্দিন, মজিবর,সানাউল্লাহ,শাহ আলী,মতিন জানি, সজল,শহিদসহ কয়েকজন লোক আমাদের সাথে কথা কাটাকাটি শুরু করে। পরে আমাদের কিছু মুরুব্বী আমাদেরকে সরিয়ে নিয়ে আসে কিন্তু পূর্ব পরিকল্পিতভাবে উৎ পেতে থাকা রজব গ্রুপের লোকেরা আমাদের উপর দেশীয় রামদা,লাঠি সোঠা নিয়ে আক্রমন চালায়।এদিকে রজব আলী গ্রুপের আমান উল্লাহ ঢালী বলেন,আমি সেখানে ছিলাম না, আমার ছেলে ঈদ উপলক্ষে বাড়িতে আসে ঘোরার জন্য ক্ষিরাচক বাজারে আসে । তারপর কথা কাটাকাটি করে আমাদের লোকদের উপর হামলা করে । শান্ত যে অভি্যোগ করেছে তা মিথ্যা।এ ব্যাপারে আজ বৃহস্প্রতিবার মেঘনা থানার ভার প্রাপ্ত কর্মকর্তা এস এম সামসুদ্দিন জানান পক্ষ গত রাতে মামলা করেছে, আরেক পক্ষ এখন মামলা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!