www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকবিজ্ঞান ও প্রযুক্তি

১০০ গুণ বাড়বে ইন্টারনেটের গতি

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক : আপনার বাসা-বাড়ির ইন্টারনেটের গতি বাড়বে ১০০ গুণ। এমনই প্রযুক্তি উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা।

সম্প্রতি ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকরা নতুন এক প্রযুক্তি আবিষ্কার করেছেন। যার মাধ্যমে অনায়াসেই বাড়ানো যাবে ইন্টারনেটের গতি।

ব্রিটেনে কম খরচে ব্রডব্যান্ড কানেকশন ব্যবহৃত হয়। নতুন রিসিভার প্রযুক্তির মাধ্যমে সেই ব্রডব্যান্ড কানেকশনের স্পিড ৩৬ এমবিপিএস থেকে অনায়াসেই ১০ হাজার এমবিপিএস এ বাড়িয়ে দিলেন গবেষকরা।

এই প্রসঙ্গে মুখ্য গবেষক সিজার এরকিলিঙ্ক বলেন, ‘সাধারণত ইউকে-তে ইন্টারনেট স্পিড গড়ে ৩৬এমবিপিএস থাকে। কিন্তু, আলট্রা হাই ডেফিনেশন ভিডিও কিংবা অনলাইন গেম-সহ বেশ কিছু কাজ হাইস্পিড ইন্টারনেট ছাড়া করা যায় না। নতুন প্রযুক্তিতে সেই স্পিড ১০০ গুণ বেশি করা সম্ভব হয়েছে।’

কী এই রিসিভার? অপটিক্যাল অ্যাকসেস নেটওয়ার্কে ব্যবহার করা হয় রিসিভার। যা, ইন্টারনেট সাবস্ক্রাইবার এবং তাদের সার্ভিস প্রোভাইডরের মধ্যে সংযোগ তৈরি করে। আর এভাবেই স্পিড বাড়ে ইন্টারনেটের। কত সংখ্যক মানুষ একই সময়ে অনলাইন রয়েছেন, তার কোনও প্রভাব এর মধ্যে পড়ে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!